লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ক্যামেরা ও ফিচারে চ্যাম্পিয়ন স্মার্টফোন কোনটা, পার্থক্য দেখুন

Published on:

Xiaomi 15 Ultra এর একটি মাত্র ভ্যারিয়েন্টে রয়েছে। যার দাম ১,০৯,৯৯৯ টাকা। অন্যদিকে, Vivo X200 Pro এর দাম শুরু ৯৪,৯৯৯ টাকা থেকে।

অঙ্কিতা মন্ডল, কলকাতা: একটু ভাল দেখে ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন? বাজারে এই মুহূর্তে রয়েছে প্রচুর বিকল্প। যেমন, Galaxy S25 Ultra, iPhone 16 Pro Max ইত্যাদি। তবে দুটি স্মার্টফোন রয়েছে যেগুলি ক্যামেরার জন্য বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। এগুলি হল – Xiaomi 15 Ultra এবং Vivo X200 Pro। সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার আগে দুই ফোনের বিস্তারিত তুলনা করা হল আজকের প্রতিবেদনে।

READ MORE:  Sony Xperia 1 VII Feature: বাজার কাঁপাতে দুর্ধর্ষ ক্যামেরার ফোন আনছে Sony, সামনে ভিভো-স্যামসাং টিকতে পারবে? | Sony Xperia 1 VII Exmor T Camera Sensors

Xiaomi 15 Ultra বনাম Vivo X200 Pro এর দাম

Xiaomi 15 Ultra এর একটি মাত্র ভ্যারিয়েন্টে রয়েছে। যার দাম ১,০৯,৯৯৯ টাকা। অন্যদিকে, Vivo X200 Pro এর দাম শুরু ৯৪,৯৯৯ টাকা থেকে।

Xiaomi 15 Ultra বনাম Vivo X200 Pro এর ক্যামেরা

ফটোগ্রাফির নিরিখে, শাওমি ১৫ আল্ট্রা মডেলে পাওয়া যাবে Leica-টিউনড কোয়াড-ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে ১ ইঞ্চি ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৪.৩x অপটিক্যাল জুম-সহ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ, ৩x অপটিক্যাল জুম-সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা।

READ MORE:  ট্রিপল রিয়ার ক্যামেরা সহ বাজারে ঝড় তুলবে CMF এর নতুন স্মার্টফোন, টিজার প্রকাশ্যে এল

অন্যদিকে, ভিভো এক্স২০০ প্রো ডিভাইসে দেওয়া হয়েছে Zeiss-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে ১/১.২৮ ইঞ্চি ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৩.৭x অপটিক্যাল জুম-সহ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা উপস্থিত। ফিচার অনুযায়ী শাওমি আরও ভাল টেলিফটো এবং পোর্ট্রেট ছবি তুলতে সক্ষম। উভয় স্মার্টফোনই ৮কে এবং ৪কে ৬০ এফপিএস ভিডিয়ো রেকর্ডিং ক্ষমতা সমর্থন করে।

Xiaomi 15 Ultra বনাম Vivo X200 Pro এর ব্যাটারি ও পারফরম্যান্স

শাওমি ১৫ আল্ট্রা ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, যার সাথে ১৬ জিবি LPDDR5X র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ রয়েছে। আর ভিভো এক্স২০০ প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ এবং ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। শাওমির ব্যাটারি ও চার্জিং স্পিড ৫৪১০ এমএএইচ এবং ৯০ ওয়াট। আর ভিভোর ব্যাটারি ও চার্জিং স্পিড ৬০০০ এমএএইচ এবং ৯০ ওয়াট।

READ MORE:  Flipkart OMG Sale: দাম কমলো Samsung, Motorola, Google ও iPhone 16 ফোনের, এখান থেকে কিনুন | Smartphones Price Drop

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.