ক্যামেরা ছাড়াও নতুন পিক্সেল ফোনে এসেছে এই ৫ বড় আপগ্রেড | Google Pixel 9a vs Google Pixel 8a comparison
সুমন পাত্র, কলকাতা: সদ্য লঞ্চ হয়েছে Google Pixel 9a স্মার্টফোন। পূর্ববর্তী সিরিজ Pixel 8a মডেলের তুলনায় একাধিক বড় আপগ্রেড যোগ হয়েছে এই ফোনে। দামেও সাড়া ফেলেছে Pixel 9a। গত বছর যখন পিক্সেল ৮এ লঞ্চ হয় তখন এটির ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয় ৫২,৯৯৯ টাকা (অফারে এখন অনেক মূল্যে পাওয়া যাচ্ছে)। যেখানে পিক্সেল ৯এ এর দাম শুরু হয়েছে (৮ জিবি + ২৫৬ জিবি) ৪৯,৯৯৯ টাকা থেকে।
গুগল পিক্সেল ৯এ মডেলে কার্ভড ডিসপ্লে বাদ দেওয়া হয়েছে। যোগ হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে। গোলাকার কোণগুলির পরিবর্তে আরও কৌণিক, আধুনিক চেহারা রাখা হয়েছে ফোনের। এই ডিজাইনের সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হল ক্যামেরা মডিউল। পিক্সেল ৯এ-এর ক্যামেরা আইল্যান্ডটি পিছনের প্যানেলের সাথে প্রায় সমানভাবে অবস্থিত।
পিক্সেল ৯এ ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি OLED ডিসপ্লে, যা পিক্সেল ৮এ-এর ৬.১ ইঞ্চি স্ক্রিনের থেকে বড়। দুটি ফোনেই একই FHD+ রেজোলিউশন এবং ৬০/১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকলেও, পিক্সেল ৯এ এর সর্বোচ্চ উজ্জ্বলতা ২৭০০ নিটস, যা পিক্সেল ৮এ মডেলে ছিল ২০০০ নিটস।
পিক্সেল ৮এ ফোনে ব্যবহার করা হয়েছিল টেনসর জি৩ প্রসেসর। তবে পিক্সেল ৯এ স্মার্টফোনে রয়েছে আরও শক্তিশালী ও অ্যাডভান্স টেনসর জি৪ প্রসেসর। যা এআই এবং মেশিন লার্নিং পরিচালনা করতে সক্ষম।
Pixel 8a এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। কিন্তু Pixel 9a এর ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এটি কাগজ কলমে কম মনে হলেও নতুন ফোনের ক্যামেরাতে মিলবে তুলনামূলক বড় এফ/১.৭ অ্যাপারচার, ডুয়াল-পিক্সেল অটোফোকাস এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ফিচার্স।
Pixel 8a স্মার্টফোনে রয়েছে ৪৪৯২ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ১৮ ওয়াট চার্জিং। অপরদিকে, Pixel 9a স্মার্টফোনে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ২৩ ওয়াট চার্জিং।
শ্বেতা মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য আরও বড় খবর। কবে ডিএ (DA)…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: আর কদিন পরেই ইদ-উল-ফিতর। সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য এই…
শ্বেতা মিত্র, কলকাতা: বড় উদ্যোগ নিল পূর্ব রেল। আর রেলের তরফে যে উদ্যোগ নেওয়া হল…
অ্যামাজনে iQOO Z9x 5G ডিভাইসটি সীমিত সময়ের ডিলে বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। বাজেট রেঞ্জে বড়…
শ্বেতা মিত্র, কলকাতা: কথাতেই আছে ইচ্ছা থাকলে উপায় হয় আর সেই কথাটা যেন একদম হাতেনাতে…
শ্বেতা মিত্র, কলকাতা: এখনো অবধি আধার কার্ডের সঙ্গে PAN লিঙ্ক (PAN Aadhaar Link) করেননি? তাহলে…
This website uses cookies.