লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ক্রিকেট ছেড়ে এবার তৃণমূল নেত্রীর সাথে প্রেমে মজলেন ঋষভ পন্ত, তোলপাড় নেটপাড়া

Published on:

আইপিএলের একদিকে যখন পারফরমেন্স নিয়ে সমালোচনার স্বীকার হচ্ছেন, ঠিক অন্যদিকে তার কলকাতা সফর নিয়ে শুরু হয়েছে এক নতুন গুঞ্জন। এক তৃণমূল মহিলা নেত্রীর বাড়িতে গিয়ে নাকি বিশেষ ডিনার সেরেছেন। এরপর যুবভারতীতে একসঙ্গে মোহনবাগানের ম্যাচ দেখা, সব মিলিয়ে নেট দুনিয়ায় চর্চার শিরোনামে টিম ইন্ডিয়ার উইকেটকিপার ঋষভ পন্ত (Rishabh Pant) এবং শ্রেয়া পাণ্ডে।

ডিনার সেলফি এবং খোলা সম্পর্ক

গত রবিবার রাতে তৃণমূল নেত্রী শ্রেয়া পান্ডের বাড়িতে নাকি ডিনারে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের তারকা উইকেটকিপার। শ্রেয়া নিজেই সামাজিক মাধ্যমে দুটি ঘনিষ্ঠ সেলফি পোস্ট করেছেন। একটু খতিয়ে দেখলে দেখা যাচ্ছে, একটি ছবিতে ডিনার টেবিল এবং অন্যটিতে গৃহসজ্জার আড়ালে পন্থের হাসি মুখ।

READ MORE:  একটি ১ টাকার নোট থাকলেই পাবেন ৭ লাখ টাকা, জানুন কীভাবে

ক্যাপশনে লেখা, “যখন ডিনারে সেলফি তোলে ঋষভ পন্ত। দুই নন ভেজ মানুষের ভেজ খাবারের মজা।” আর সেই মুহূর্তে শ্রেয়া স্টাইলিশ ব্ল্যাক ড্রেস পড়ে এবং ঋষভ পন্তের হালকা নীল শার্ট। ছবি দেখে অনেকেই বলছেন, “এটা শুধু বন্ধুত্ব নয়, সম্পর্ক হয়তো আরো গভীর।” 

মোহনবাগান ম্যাচে একসঙ্গে গ্যালারিতে

ঠিক তার পরের দিন সোমবার সন্ধ্যেবেলা যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপারজায়েন্ট বনাম জামশেদপুর এফসির খেলা ছিল। আর সেখানে নাকি দেখা গেল ঋষভ পন্ত এবং শ্রেয়াকে। গ্যালারিতে বসে মোহনবাগানকে উৎসাহ দেওয়ার সেই মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। সবুজ মেরুন ফ্রেমে ফিরে আসার জয়ের আনন্দ ভাগ করে নিয়েছে দর্শকদের সঙ্গে। 

ঋষভ পন্ত আইএসএলের একটি সাক্ষাৎকারে বলেন, “দর্শকদের আসনে বসে খেলা দেখার অভিজ্ঞতা সত্যি দুর্দান্ত। সাধারণত খেলার ভেতরে থাকার কারণে এটা আর হয় না। তবে আজ উপভোগ করলাম।

READ MORE:  UPI New Rules: PhonePe থেকে Paytm, Google সবই হবে প্রভাবিত! ১ এপ্রিল থেকে এদের চলবে না UPI | From 1st April New Rules In UPI

নতুন সম্পর্কের ইঙ্গিত

একসময় পন্থের নামে জড়িয়ে ছিল ইশা নেগি। তাদের ছবি এবং ভিডিও কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। তবে সাম্প্রতিক সময়ে ইশার সঙ্গে খুব একটা যোগাযোগ দেখা যায় না। এদিকে শ্রেয়া পাণ্ডের সঙ্গে এই ঘনিষ্ঠ মুহূর্তগুলি দেখে অনেকেই প্রশ্ন তুলছে, “নতুন সম্পর্কের তাহলে শুভারম্ভ।”

শ্রেয়া পান্ডে যদিও একসময় বিনোদন দুনিয়ার সঙ্গে জড়িয়ে ছিলেন। বর্তমানে তিনি সক্রিয় রাজনীতিতে অবস্থান করছেন। তার এই ফ্যাশন চেঞ্জ এবং সাবলীলতা দেখে অনেকেই মুগ্ধ।

READ MORE:  SBI Amrit Vrishti: SBI-র এই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলেই বিপুল লক্ষ্মীলাভ | State Bank Of India Fixed Deposit Scheme

ক্রিকেটের ছন্দহীন তারকা আবার প্রেমের ছন্দে

চলতি আইপিএলের মরসুমে একেবারে ছন্দ হারা হয়েছেন দিল্লির ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক। এখনো পর্যন্ত চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৯ রান। মাঠে অনুশীলনেও খুব বেশি একটা দেখা যাচ্ছে না। যেটুকু সময় দেখা যাচ্ছে, গল্পগুজব, নেটে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা গল্প, ফুটবল খেলা, সেলিব্রিটি সুলভ আচরণ। ঋষভ পন্তের যেন মনটা অন্য কোথাও পড়ে রয়েছে।

এখনো পর্যন্ত পন্ত বা শ্রেয়া, কেউ এই বিষয়ে যদিও মুখ খোলেনি। তবে সম্পর্কের খবরকে গসিপ হিসেবেই মনে করছেন। তবে এই দুজনের প্রকাশ্যে ডিনার, সেলফি এবং গ্যালারিতে একসঙ্গে উপস্থিতি যে আলোচনার ঢেউ তুলেছে, তা এখন থামবার নয়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.