ক্রোম ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, এই কাজ না করলে ফাঁস হতে পারে ব্যক্তিগত তথ্য
আজকাল ফোনে যে অ্যাপগুলি সবথেকে বেশি ব্যবহার হয় তার মধ্যে অন্যতম ক্রোম ব্রাউজার। এই ব্রাউজারের মাধ্যমে নানা কাজ করা যায়। কিন্তু, সম্প্রতি একটি সতর্ক বার্তা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা CERT-IN। জানা গিয়েছে, সবথেকে বেশি ঝুঁকি Windows, Mac ও Linux ব্যবহারকারীদের। এই তিন সফটওয়্যারের মধ্যে কোনটা যদি ব্যবহার করে থাকেন তাহলে সাবধান থাকুন।
কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In এর পক্ষ থেকে ক্রোম ব্রাউজারে প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত কড়া হয়েছে। যার অর্থ যে ভার্সনে এই ত্রুটি রয়েছে তা ব্যবহার করলে ঝুঁকির মুখে পড়তে পারেন। এই দুর্বলতা কাজে লাগিয়ে এবং যে নিরাপত্তা স্তর রয়েছে তা বাইপাস করে সাইবার আক্রমণ করতে পারে অপরাধীরা।
Windows, Linux ও Mac পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের বেশি করে সাবধান করা হয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীরাও প্রভাবিত হতে পারেন বলে আশংকা করছে সংস্থাটি। ক্রোম ব্রাউজারের CIVN+2025-0007 এবং CIVN-2025-0008 ভার্সনে এই ত্রুটিগুলি দেখা গিয়েছে, যা উচ্চ ঝুঁকি বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সংস্থা।
এর মধ্যে CIVN-2025-0007: Windows এবং Mac এর জন্য *132.0.6834.83/8r* এর আগের ক্রোম ভার্সনগুলিকে প্রভাবিত করে। আর CIVN-2025-0008: Windows এবং Mac এর জন্য *132.0.6834.110/111* এর আগের ক্রোম ভার্সনগুলিকে এবং Linux এর জন্য *132.0.6834.110* এর আগের ভার্সনগুলিকে চিহ্নিত করা হয়েছে।
এই ত্রুটির ফলে নেভিগেশন, ফুলস্ক্রিন, পেমেন্ট, এক্সটেনশন এবং কম্পোজিটিং প্রভাবিত হতে পারে। তাই দ্রুত ক্রোম ব্রাউজার নতুন ভার্সনে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অজানা সোর্স বা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
রঙের উৎসব কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে চরম দাবদহের তাণ্ডব (Heat Wave)। আবহাওয়া…
আপনিও যদি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে সাবধান! কারণ ভারত সরকারের সাইবার সিকিউরিটি…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই যেন অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)…
দেশজুড়ে সরকারি শিক্ষকরা (School Teacher) এখন অধির আগ্রহে অপেক্ষা করছে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফের পাকিস্তানের হাওয়া গরম। ভারতের অন্যতম কুখ্যাত শত্রু এবং লস্কর-ই-তৈবা (LeT)-এর সন্ত্রাসী…
বিক্রম ব্যানার্জী, কলকাত: আসন্ন 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া IPL-এর কথা মাথায় রেখে গত…
This website uses cookies.