ক্লাসরুমে সিঁদুরদান, মালাবদল-বিতর্ক, বিয়ে! অবশেষে ক্লাসরুমেই বড় সিদ্ধান্ত নিলেন ম্যাকউটের বিতর্কিত অধ্যাপিকা
ক্লাসরুমে সিঁদুরদান, মালাবদল করে বিয়ে ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে সম্প্রতি একটি ভিডিও মারাত্মক ভাবে ভাইরাল হয়। যেখানে দেখা যায় এক শিক্ষিকা নিজের ছাত্রের হাত থেকে সিঁদুর পরছেন। দুজনেই লজ্জা লজ্জা ভাব নিয়ে পাশাপাশি হাত ধরে দাঁড়িয়ে। এই ভিডিও ভাইরাল হতেই ছিছিকার পরে যায়। ওই শিক্ষকা শিক্ষা সমাজের কলঙ্ক, তিনি শিক্ষক সমাজের মান সম্মান ডুবিয়েছেন বলে আঙুল ওঠে তার দিকে।
ঘটনাস্থল ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম। সেখানেই প্রথমবর্ষের এক ছাত্রের সঙ্গে মালাবদল, সিঁদুরদান করতে দেখা যায় অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল ব্যানার্জিকে। যে সে পোশাকে নয়, টুকটশুকে লাল রাঙা শাড়ি, গয়না, শাঁখা পলা, মালা, সিঁদুর সুসজ্জিতা হয়ে পান পাতা হাতে নিয়ে বিয়ে সারেন ওই অধ্যাপিকা। এবং বেশ হাসিমুখে। ছাত্রও ইতস্তত লাজুক ভাবে শিক্ষিকার পাশে দাঁড়িয়ে ছিল।
উল্লেখ্য , এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় তুমুল বিতর্ক। এর পরই ভিডিও করে নিজের বক্তব্য তুলে ধরেন ওই অধ্যাপিকা। তিনি দাবি করেন এই সাজ সজ্জা, বিয়ে সবই নাকি নাটকের অংশ। বলেন কেউ ইচ্ছাকৃতভাবে তার সম্মানহানি করার জন্য এই কান্ড ঘটিয়েছে। যদিও চিঁড়ে ভেজেনি।
এরপরই গঠিত হয় তদন্ত কমিটি। সেখানে ফলাফল হিসেবে জানানো হয়, ছাত্রের সঙ্গে অধ্যাপিকার বিয়ে করার বিষয়টি একেবারেই কোনও নাটকের অংশ ছিল না। শুধু তাই নয় এই ধরনের কাজ শিক্ষার পাঠ্যক্রমেরও অন্তর্গত নয়। এমন যে একটি কিছু নাটক হতে চলেছে সেই বিষয়েও ওই শিক্ষিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু অবগত করেননি।
আর এবার জানা গেল, সাসপেন্ড হওয়ার পর এবার ইস্তফা দিয়েছেন ওই শিক্ষিকা। কিন্তু বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষিকা পদত্যাগপত্র পাঠালেও, তা গৃহীত হয়নি। কারণ বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তাকে শাস্তি পেতেই হবে।
আইকোর অন্যতম সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 13 5G। শুধু ক্যামেরা নয়, এতে রয়েছে শক্তিশালী প্রসেসর…
আপনি নিশ্চয়ই ভারতের রাস্তায় হিরো কোম্পানি বা টাটা কোম্পানির বৈদ্যুতিক সাইকেল দেখে থাকবেন। তবে, এটাই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর।…
শ্বেতা মিত্র, কলকাতা : আচমকা বদলে গেল রবিবাসরীয় বিকেলের আবহাওয়া (South Bengal Weather)। ভ্যাপসা গরম…
ফটোগ্রাফির ক্ষেত্রে বাজারে এখন গুচ্ছের স্মার্টফোনের ছড়াছড়ি। তবে তার মধ্যে একটি দারুন বিকল্প হতে পারে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ কলকাতায় চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে অসংখ্য ক্যান্সার রোগী আসেন। এমনকি অনেকে…
This website uses cookies.