খেলার মাঠে ‘দাদাগিরি’ চলবে না! IPL ২০২৫ শুরুর আগেই কড়া নিয়ম চালু করছে BCCI
আইপিএল ২০২৫ শুরু হওয়ার আগেই বড়সড় পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই। মাঠে এবার শৃঙ্খলা বজায় রাখতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) আচার আচরণবিধির নিয়ম অনুসরণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ফলে নিয়ম ভাঙলেই পড়তে হবে বড়সড় শাস্তির মুখে।
আগামী ১৪ই মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫-এর ১৮ তম মরশুম। এর আগেই বিসিসিআই একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যাতে মাঠে খেলোয়াড়দের অনৈতিক আচরণ রোধ করা যায়। সূত্রের খবর অনুযায়ী, এবার থেকে মাঠে নিয়ম ভঙ্গ করলেই আন্তর্জাতিক মানের শাস্তি অপেক্ষা করছে ক্রিকেটারদের উপর।
বিসিসিআই-এর সাধারণ বার্ষিক সভায় এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে। এক বোর্ড কর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “এখন থেকে আইপিএলে লেভেল ১, ২ বা ৩ অপরাধের জন্য আইসিসি অনুমোদিত শাস্তি দেওয়া হবে। এতদিন পর্যন্ত আইপিএলের নিজস্ব নিয়ম ছিল। কিন্তু এবার আমরা আইসিসির আচরণবিধির নিয়ম চালু করব।”
গত মরশুমে বেশ কয়েকজন ক্রিকেটার শাস্তির মুখোমুখি হয়েছিলেন। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত রানা শাস্তির মুখোমুখি হয়েছিলেন। SRH-এর মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে তিনি ফ্লাইং কিস ছুড়ে দিয়েছিলেন। এজন্য তার ম্যাচ ফির ৬০% জরিমানা করা হয়েছিল।
এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও একই ঘটনা ঘটানোয় নিষিদ্ধ করা হয়েছিল তাকে। এছাড়াও ম্যাচের উত্তপ্ত পরিস্থিতিতে বেশ কয়েকজন খেলোয়ার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। যার ফলে মাঠে বিশৃঙ্খলা দেখা যায়। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বিসিসিআই।
আইসিসির আচরণবিধি অনুযায়ী ক্রিকেট মাঠে তিনটি লেভেলে অপরাধ নির্ধারণ করা হয়েছে। সেগুলি হল-
তাই নতুন নিয়ম চালু হলে মাঠে বাজে ব্যবহার করলে এখন তাকে গুরুতর শাস্তির মুখোমুখি হতে হবে সমস্ত ক্রিকেটারকে।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে। কারণ মাঠের ভিতরে শৃঙ্খলা বজায় রাখা সব থেকে জরুরী। বিশেষত আইপিএলের মত মঞ্চে তরুণ খেলোয়াড়রা আইডল হিসেবে সিনিয়রদের মানে। তাই মাঠের মধ্যে অপেশাদার আচরণ ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব ফেলতে পারে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.