লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

গাড়ির থেকেও পাওয়ারফুল বাইক লঞ্চ করে চমকে দিল Kawasaki, দেখতে দানবের মতো!

Published on:

কাওয়াসাকি ভারতে তাদের বিশাল স্পোর্টস ট্যুরার, Versys 1100 লঞ্চের ঘোষণা করল। বিরাট চেহারার এই মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১২.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। দেশের বাজারে এটি শুধুমাত্র একটি রঙের বিকল্পে পাওয়া যাবে – মেটালিক ম্যাট গ্রাফিন স্টিল গ্রে/মেটালিক ডায়াবলো ব্ল্যাক। শুনলে অবাক হবেন, বাইকটির ছোট সংস্করণ, Versys 1000 বন্ধ হওয়ার সময় ১৩.৯১ লক্ষ টাকা (এক্স-শোরুম) দাম ছিল।

READ MORE:  TVS Sport Colour: নতুন রঙ ও গ্রাফিক্স সহ আসছে TVS Sport বাইক, দাম অপরিবর্তিত থাকবে?

প্রায় এক লক্ষ টাকা সস্তা হওয়ার ফলে এটা স্পষ্ট যে কাওয়াসাকি ভারতে Versys 1100 ভালো সংখ্যায় বিক্রি করতে চাইছে। পারফরম্যান্স ট্যুরিং বাইকটির প্রধান আকর্ষণ। এতে ১০৯৯ সিসির লিকুইড কুল্ড, ইনলাইন-ফোর ইঞ্জিন ব্যবহার হয়েছে, যা ৯,০০০ আরপিএমে ১৩৫ পিএস পাওয়ার এবং ৭,৬০০ আরপিএমে ১১২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। গিয়ারের সংখ্যা ছয়।

READ MORE:  ফুড ডেলিভারির ব্যবসা করে বিপুল সম্পত্তি, কিনলেন 5 কোটি টাকার গাড়ি, নাম জানেন?

Kawasak Versys 1100-এর ইঞ্জিনে একাধিক পরিবর্তন আনা হয়েছে। স্ট্রোকের দৈর্ঘ্য বৃদ্ধির কারণে একটি বড় মোটর পেয়েছে বাইকটি। এতে উচ্চতর কম্প্রেশন অনুপাত, ভারী ফ্লাইহুইল, এয়ারবক্সের ভিতরে দীর্ঘ ইনটেক ফানেল, সংকীর্ণ ইনটেক পোর্ট এবং কম ভালভ লিফট সহ নতুন ক্যামশ্যাফ্ট রয়েছে। গিয়ার অনুপাতেও পরিবর্তন এসেছে।

সাসপেনশনের জন্য, সামনে ইনভার্টেড ফর্ক এবং পিছনে গ্যাস চার্জড মনোশক রয়েছে। উভয়ই প্রি-লোড অ্যাডজাস্টেবল৷ ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে ফ্রন্টে, ডুয়াল সেমি-ফ্লোটিং ডিস্ক ব্রেক এবং পিছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক বর্তমান। Versys 1100-এর ওজন ২৫৭ কেজি (কার্ব) এবং ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ২১ লিটার। কাওয়াসাকির সমস্ত শোরুমে বুকিং শুরু হয়ে গিয়েছে এবং কয়েক দিনের মধ্যেই ডেলিভারি শুরু হবে।

READ MORE:  Mercedes-Benz EQS Range: এক চার্জেই পুরী ঘুরে বাড়ি রিটার্ন, শুধু এই ইলেকট্রিক গাড়িতেই এমন অনবদ্য মাইলেজ! | Mercedes-Benz EQS Mileage

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.