গেম চেঞ্জার স্মার্টফোন হবে Vivo X200 Ultra, আসছে আইফোনের আলোচিত এই ফিচারের সাথে | Vivo X200 Ultra Feature

নতুন স্মার্টফোন Vivo X200 Ultra নিয়ে উৎসাহিত টেক মহল। ফোনটি আনুষ্ঠানিক ভাবে এখনও লঞ্চ না হলেও, এর সম্পর্কিত নানা ফিচার নিয়ে উত্তেজনা বেড়ে চলেছে। ইতিমধ্যে একাধিক রিপোর্টে ফাঁস হয়েছে ডিভাইসটির বেশ কিছু ফিচার। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, এতে iPhone 16 এর মতো একটি অ্যাকশন বাটন থাকবে। চীনের সোশ্যাল মিডিয়া সাইট Weibo তে এই খবরটি ফাঁস হয়েছে।

যদি এই দাবি সত্যি হয়, তাহলে ব্যবহারকারীদের জন্য একটি বড় চমক হতে চলেছে। এই ফিচারের ফলে একাধিক কাজ সহজ হয়ে যাবে। Vivo X200 সিরিজ ইতিমধ্যে একটি জনপ্রিয় স্মার্টফোন সিরিজ হিসাবে জায়গা করে নিয়েছে টেক দুনিয়ায়। ফোনের প্রিমিয়াম ভার্সনে সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টায় এবার নতুন ফিচার যোগ করার প্রস্তুতি নিচ্ছে ভিভো।

READ MORE:  Oppo Reno 14 Pro Features: অ্যাপলের স্টাইলে দুর্ধর্ষ ফোন আনছে Oppo, ক্যামেরায় থাকবে বিরাট চমক | Oppo Reno 14 Pro Launch expected in June 2025

Vivo X200 Ultra-তে অ্যাকশন বাটনটি ফ্রেমের নীচে ডানদিকে অবস্থিত হবে বলে জানা গিয়েছে। ছবি তোলা-সহ একাধিক ফাংশান ব্যবহার করতে সাহায্য করবে ফিচারটি। উল্লেখ্য, iPhone 15 এবং iPhone 16 সিরিজে একই ধরনের অ্যাকশন বাটন রয়েছে, যা ক্যামেরা চালু করা এবং ডু নট ডিস্টার্ব মোড দ্রুত অন করতে সাহায্য করে।

পারফরম্যান্সের দিক থেকেও বাজার কাঁপাতে পারে Vivo X200 আলট্রা। এতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে দুটি ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং একটি অনবদ্য ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। এছাড়াও, স্মার্টফোনে পাওয়া যাবে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০+ চিপসেট।

READ MORE:  সস্তায় 6500mah ব্যাটারির ফোন আনছে ভিভো, ব্যাক প্যানেলে থাকবে বিশেষ লাইট!

ভিভো এক্স২০০ আল্ট্রা মডেলে ২৪ জিবি পর্যন্ত RAM এবং ২ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। মিলবে ৬.৮ ইঞ্চি ২কে ডিসপ্লে, IP৬৯ রেটিং এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অনেকেই আশা করছেন, স্মার্টফোনের বাজারে একটি গেম চেঞ্জার হতে পারে আসন্ন ভিভো এক্স২০০ আল্ট্রা।

READ MORE:  Flipkart OMG Sale: পুরো ৯০০০ টাকা সস্তা, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo V40e 5G অবিশ্বাস্য দামে | Vivo V40e 5G Limited Time Discount Offer
Scroll to Top