গোদের উপর বিষফোঁড়া, মারুতির পর গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করল Tata Motors

বাড়তে থাকা খরচ সামাল দিতে ভারতের শীর্ষস্থানীয় অটোমোবাইল সংস্থারা তাদের সমস্ত গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করছে। গতকালই দেশের এক নম্বর অটোমেকার মারুতি সুজুকি (Maruti Suzuki) যাত্রীগাড়ির দাম ৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। এবার মারুতির পথে হেঁটে দেশের বৃহত্তম বাণিজ্যিক গাড়ি নির্মাতা টাটা মোটরস (Tata Motors) তাদের কমার্শিয়াল ভেহিকেলের দাম বৃদ্ধির ঘোষণা করেছে।

টাটার কমার্শিয়াল গাড়ির দাম বাড়ল

টাটা মোটরস একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে যে, ১ এপ্রিল, ২০২৫ থেকে সংস্থার বাণিজ্যিক যানবাহনের ২% পর্যন্ত দাম বৃদ্ধি করা হবে। সংস্থা বলেছে, ক্রমবর্ধমান ইনপুট খরচ সামাল দেওয়ার জন্য দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মূল্যবৃদ্ধি পৃথক মডেল এবং ভেরিয়েন্টের উপর ভিত্তি করে পরিবর্তিত হবে।

READ MORE:  Yamaha FZ-S Fi Hybrid: মাইলেজ নিয়ে চিন্তার দিন শেষ! দেশের প্রথম হাইব্রিড বাইক লঞ্চ করে চমকে দিল Yamaha | Yamaha FZ-S Fi Hybrid Launched

আগেই যাত্রীগাড়ির দাম বাড়িয়েছে মারুতি সুজুকি

নতুন অর্থবর্ষ শুরুর আগেই প্যাসেঞ্জার গাড়ির দাম বাড়িয়েছে মারুতি সুজুকি। পয়লা এপ্রিল, ২০২৫ থেকে ইন্দো-জাপানি সংস্থাটির সমস্ত গাড়ির দাম ৪ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। কোম্পানির সাফাই, “বাড়তে থাকা ইনপুট খরচ ও পরিচালন ব্যয়ের কারণে, ২০২৫ সালের এপ্রিল থেকে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব গাড়ির দাম যে ৪ শতাংশ করে বাড়বে তেমনটা নয়, গাড়ির মডেল এবং ভেরিয়েন্ট অনুযায়ী এই দাম আলাদা ভাবে বাড়তে পারে।”

READ MORE:  ছিলেন রতন টাটার ছায়াসঙ্গী! টাটা গোষ্ঠীর গুরুত্বপূর্ণ পদ পেলেন, 'বেস্ট ফ্রেন্ড' শান্তনু নায়ডু

বাজার বিশেষজ্ঞদের মতে, ভারতে ব্যবসাকারী অন্যান্য গাড়ি নির্মাতারাও দাম বৃদ্ধির ঘোষণা করতে পারে, যা গাড়ি তৈরি থেকে শুরু করে পরিকাঠামো নির্মাণ পর্যন্ত সবকিছুর খরচ বাড়িয়ে দিতে পারে। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলি বর্তমানে একে অপরের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে লিপ্ত, যার ফলে দাম বেড়ে যাচ্ছে, ভোক্তাদের হাতে খরচ করার মতো অর্থ থাকছে না। এবং নির্মাতারা বর্ধিত কাঁচামালের খরচ ভোক্তাদের উপর চাপিয়ে দিচ্ছে।

READ MORE:  Hybrid SUV: ৩০ কিমি মাইলেজ, ৬টি এয়ারব্যাগ! Tata, Toyota-কে টেক্কা দেবে Maruti-র নতুন গাড়ি | Maruti Suzuki New Hybrid Model Fronx

Scroll to Top