গ্যালন গ্যালন ভান্ডার! ভারতেই মিলল বিপুল খনিজ তেলের সন্ধান, বদলে যাবে দেশের ছবি
বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তরপ্রদেশে মিলল বিপুল অপরিশোধিত তেলের ভান্ডার। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বলিয়া জেলার সাগরপলি গ্রামের এক এলাকায় বিরাট তেলের খনি আবিষ্কার করে ফেলল ONGC। খোঁজ নিয়ে জানা গেল, ওই অঞ্চলে তেলের খনি মেলায়, খুব শীঘ্রই কৃষকদের জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করবে ভারতীয় তেল সংস্থা। যার জেরে লাভের মুখ দেখবেন সাগরপলি গ্রামের কৃষকদের একটা বড় অংশ।
বেশ কিছু সূত্র মারফত খবর, গঙ্গা বেসিনে 3 হাজার মিটার গভীরতায় তেলের সন্ধান পাওয়ায় দীর্ঘ 3 মাস ধরে সমীক্ষা চালায় ONGC। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের সেনানি পরিবারের কাছ থেকে বার্ষিক 10 লক্ষ টাকার বিনিময়ে 3 বছরের জন্য সাড়ে ছয় একর জমি লিজ নেয় সংস্থা।
সূত্রের খবর, কমপক্ষে 3 হাজার মিটার গভীরতায় তেলের হদিশ মিলেছে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের কর্মকর্তারা দাবি করছেন, ওই অঞ্চলে তেলের ভান্ডার তো রয়েছে, কিন্তু সেটি অনেক গভীরে। জানা যাচ্ছে, তেলের সীমানা পর্যন্ত পৌঁছতে 3,001 মিটার বোরিং করা হচ্ছে। সূত্রের খবর, এই কাজের জন্য প্রতিদিন কম করে 25 হাজার লিটার জলের প্রয়োজন পড়ছে কর্মীদের।
ONGC কর্মকর্তাদের মতে, উত্তরপ্রদেশের বলিয়া জেলার সাগরপলির ওই অঞ্চলে দ্রুত গতিতে খনন কাজ চালাচ্ছে কর্মীরা। মনে করা হচ্ছে, সংস্থা যে হারে খনন কার্য চালাচ্ছে তাতে এপ্রিল মাসের শেষ কিংবা মে মাসের শুরুর দিকেই তেলের পৃষ্ঠ পর্যন্ত বোরিংয়ের কাজ সম্পূর্ণ হবে।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই খনন কাজে সবুজ সংকেত পাওয়া গেলে আগামী দিনে গঙ্গা বেসিনে চিহ্নিত অন্যান্য স্থানগুলিতেও একই পদ্ধতিতে কুয়ো খনন করা হবে।
প্রকাশ্যে আসা সংবাদ সূত্র অনুযায়ী, উত্তরপ্রদেশের সাগরপলির ওই অঞ্চলে খননকার্য শেষ হলে ONGC যদি পজিটিভ রিপোর্ট পায়, সে ক্ষেত্রে উপকৃত হবেন ওই গ্রামের কৃষকরাও। ইতিমধ্যেই জমির মালিক নীল পান্ডে জানিয়েছেন, ONGC সংস্থা 3 বছরের জন্য তাদের জমি ভাড়া নিয়েছে। আর এই ভাড়া বাবদ প্রতি বছর চুক্তির ভিত্তিতে 10 লক্ষ টাকা পাবেন তারা।
ONGC সংস্থার একটি সূত্র দাবি করছে, 3 বছর পর এদের চুক্তি আরও 1 বছরের জন্য বাড়ানো হতে পারে। সব শেষে খনন কার্যের পর যদি তেল পাওয়া যায়, সে ক্ষেত্রে ONGC আশেপাশের জমি সহ ওই জমিটিকে উচ্চমূল্যে অধিগ্রহণ করে নেবে। যার দরুণ আদতে লাভ হবে কৃষকদেরই।
অবশ্যই পড়ুন: BCCI-র চুক্তি থেকে বাদ পরতে পারেন রোহিত-বিরাট! সুযোগের অপেক্ষায় অন্য দুই মুখ
বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, কাঁচা তেলের এই ভান্ডার সম্ভবত 300 কিমি পর্যন্ত বিস্তৃত তো হতে পারে। আর এই কাঁচা তেল এবং গ্যাসের বিপুল ভান্ডারের বিস্তার বলিয়ার সাগরপলি গ্রাম থেকে প্রয়াগরাজের ফাফামাউ পর্যন্ত। মনে করা হচ্ছে, এই বিপুল সম্ভার যদি পুরোপুরি কাজে লাগানো যায় সে ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি আরব দেশগুলির ওপরও তেলের জন্য নির্ভরতা কমবে ভারতের।
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্যের সার্ভিসেস সিলেকশন বোর্ড জাতীয় স্বাস্থ্য মিশনের…
ব্যাঙ্ক ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা হলে বেশিরভাগ মানুষই প্রথমে ফিক্সড ডিপোজিটের (FD) কথা ভাবেন। এটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রধান তিন টেলিকম সংস্থা Reliance Jio, Airtel ও Vodafone Idea (Vi)…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বারের ডিভেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা এ মরসুমে একেবারে শোচনীয়! লিগের উদ্বোধনী ম্যাচে…
২০২৪ সালের জুন মাসের পর এবার ২০২৫ সালের এপ্রিল, এক বছরের মধ্যে জাতীয় সড়কে এই…
প্রীতি পোদ্দার, কলকাতা: দিনে দুপুরে কলকাতা সহ একাধিক জেলায় নানা ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে।…
This website uses cookies.