ঘিবলি ছবি বানানোর হিড়িক! এক ঘণ্টায় ১০ লাখ ইউজার পেল চ্যাটজিপিটি
ঘিবলি স্টুডিও স্টাইলে ছবি (Ghibli Studio Style Image) বানানোর জন্য চ্যাটজিপিটিতে উপচে পড়ছে মানুষের ভিড়। যে করে হোক এই অ্যানিমেটেড স্টাইলের আদতে বানাতে হবে নিজের ছবি। এই হিড়িকের ফলে রাতারাতি বিপুল ইউজার পেল ওপেনএআই তথা চ্যাটজিপিটি (ChatGPT)। মাত্র ১ ঘণ্টায় ১০ লাখ ইউজার যোগ করল এই অ্যাপ, যা এককথায় রেকর্ড।
এদিন, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক্স হ্যান্ডেলে জানান, “২৬ মাস আগে চ্যাটজিপিটি লঞ্চটি ছিল আমার দেখা সবচেয়ে উন্মাদ ভাইরাল মুহূর্তগুলির মধ্যে একটি, এবং সেই সময় আমরা পাঁচ দিনের মধ্যে দশ লক্ষ ব্যবহারকারী যুক্ত করেছি। কিন্তু গত এক ঘন্টায় আমরা দশ লক্ষ ব্যবহারকারী যুক্ত করেছি।”
তিনি ব্যবহারকারীদের উদ্দেশ্যে খুশির খবর দিয়ে বলেন, “ছবি তৈরির সুবিধা এখন বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।”
https://twitter.com/sama/status/1906867488320843823?ref_src=twsrc%5Etfw” rel=”nofollow noopener” target=”_blank
২৬ মার্চ একটি ফিচার বা নেটিভ ইমেজ জেনারেশন চালু করে ওপেনএআই (OpenAI)। সেখানে জাপানের বিখ্যাত স্টুডিও ঘিবলি আর্টওয়ার্ক এর আদলে নিজের ছবি বানানোর সুবিধা দেওয়া হয়। আর তার পরই সোশ্যাল মিডিয়া ব্যবহারককারীরা জনপ্রিয় অ্যানিমে চলচ্চিত্রের ফর্ম্যাটে নিজের ছবি রূপান্তর করতে শুরু করে। যা এখনও থামেনি। তবে প্রবল চাপের কারণে ফিচারটি সীমিত করার সিদ্ধান্ত নেয় ওপেনএআই। যা এদিন আবার বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।
ব্যাপক চাহিদার কারণে স্যাম অল্টম্যান কিছুদিন আগে পোস্ট করেন, অতিরিক্ত চাহিদার কারণে “এর জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) গলে যাচ্ছিল”। যে কারণে ওপেনএআই এর প্রিমিয়াম এবং ফ্রি, উভয় ব্যবহারকারীদের জন্য ছবি তৈরির উপর কিছু বিধিনিষেধ যোগ করা হয়েছে।
আলাদা করে এক পোস্টে ওপেনএআইয়ের সিইও লেখেন, “চ্যাটজিপিটি-তে মানুষ ছবি পছন্দ করছে দেখে খুবই মজা লাগছে। কিন্তু আমাদের জিপিইউ গুলো ক্রমশ গলে যাচ্ছে। আমরা এটিকে আরও দক্ষ করে তোলার জন্য কাজ করার সময় সাময়িকভাবে কিছু সীমাবদ্ধতা চালু করতে যাচ্ছি। আশা করি বেশি দিন হবে না! চ্যাটজিপিটি ফ্রি ব্যবহারকারীরা শীঘ্রই দিনে তিনটি ছবি বানাতে পারবে।”
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক-ট্যাক্সি পরিষেবা। হ্যাঁ, অ্যাপ ক্যাবের যুগে এমন…
শ্বেতা মিত্র, কলকাতাঃ পিপিএফ (PPF) নিয়ে আবারও বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এখন,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইউনূসের বেয়াক্কেলে মন্তব্যকে এবার এক হাত নিল ভারতীয় বিদেশ মন্ত্রক। চিনের মাটিতে…
ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। তবে অনেক মানুষ এসব সুবিধার বিষয়ে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের নামে এখনও নির্বিচারে গাছ কাটা হচ্ছে। ধ্বংস করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Bharti Airtel এবার তাদের গ্রাহকদের জন্য সেরা…
This website uses cookies.