ঘুরে দাঁড়াবে ধোনির দল, তৈরি নাইটরাও! CSK-র বিরুদ্ধে কোন একাদশ নিয়ে মাঠে নামবে KKR? | Possible Playing XI Of KKR Against CSK
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মরসুমে নিজেদের চেনা ছন্দ হারিয়ে ফ্যাসাদে পড়ে গিয়েছে মাহির দল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে পরাস্ত হয়ে ঘুরে দাঁড়িয়েও ফের ঘরের মাঠে হারে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আপাতত এই দুই দলই জয়ে ফিরতে মরিয়া। শুক্রবার, 22 গজে মর্যাদা রক্ষার লড়াইয়ে নামছে দুই শিবিরের চ্যাম্পিয়নরা।
চেন্নাইয়ের ঘরের মাঠে একেবারে সর্বশক্তি দিয়ে আক্রমণ শানবেন আন্দ্রে রাসেল থেকে শুরু করে বরুণ চক্রবর্তীরা। অন্যদিকে হলুদ আর্মি চাইবে কলকাতাকে টোপ বানিয়ে জয়ে ফিরতে। এমতবস্থায়, দুই চির প্রতিদ্বন্দ্বী দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রাক্কালে KKR-র আগামীকালের প্রথম একাদশ নিয়ে কৌতুহলী হয়ে উঠেছেন নাইট ভক্তরা। চলুন জেনে নেওয়া যাক শেষ পরাজয়ের যন্ত্রণা ভুলতে কোন একাদশ নিয়ে চেন্নাইয়ের মুখোমুখি দাঁড়াবে KKR।
বিগত ম্যাচগুলিতে বারংবার ব্যাটিং অর্ডারের কারণেই মুখ থুবড়ে পড়েছে KKR। RCB-র বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ হোক কিংবা ঘরের মাঠে লখনউ সুপার জায়েন্টের কাছে প্রায় জেতা ম্যাচে হার, সবেতেই ব্যাটিং বিপর্যয় নিয়ে ভুগেছে কলকাতা।
তাই আগামীকাল চেন্নাইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে যাতে আর দুর্দিন দেখতে না হয়, সেজন্য দলের ব্যাটিং অর্ডারে বদল আনতে পারেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। সেক্ষেত্রে, দীর্ঘ সমালোচনার পর, রিঙ্কু সিং অথবা আন্দ্রে রাসেল বা দুজনেরই ব্যাটিং পজিশন এগিয়ে আনতে পারে নাইট ম্যানেজমেন্ট।
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, আগামীকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে বদল আনলেও একেবারে শুরুর দিকে অর্থাৎ ওপেনিং জুটিতে হারের কম্বিনেশন একই রাখতে পারে KKR। সহজে বলতে গেলে, আগামীকাল কুইন্টন ডি ক’ক ও সুনীল নারিনকে ফের দলের শুভারম্ভের দায়িত্ব দেবে নাইট ম্যানেজমেন্ট। যদিও এ বিষয়ে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
এ মরসুমের 5 ম্যাচের একটিতেও দেখা মেলেনি কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস তথা প্রোটিয়া তারকা এনরিখ নরকিয়ার। এহেন আবহে প্রশ্ন উঠছে, চেন্নাইয়ের ম্যাচে কি দেখা মিলতে পারে নরকিয়ার? সূত্র যা বলছে, সম্প্রতি চোট কাটিয়ে ওঠায় এখনই তাঁকে মাঠে নামাতে চাইছে না নাইট ম্যানেজমেন্ট। তবে আগামীকাল যদি স্পেন্সর জনসনকে বসিয়ে নরকিয়াকে মাঠে নামানো হয়, সে ক্ষেত্রে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
কনুইয়ের চোটের কারণে গোটা মরসুম থেকেই ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। চোট সামলে উঠতে উঠতে এখনও দীর্ঘ সময় লাগবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমতাবস্থায়, পুরনো যোদ্ধাতেই ভরসা রেখেছে চেন্নাই। সদ্য পাওয়া খবর অনুযায়ী, এ মরসুমের বাকি ম্যাচগুলিতে CSK-কে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি।
এ প্রসঙ্গে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং জানান, রুতুরাজ চোটের কারণে আর খেলতে পারবেন না। গোটা মরসুম থেকেই বাদ পড়েছেন তিনি। তাই ধোনিকেই পুনরায় অধিনায়ক করা হল। হলুদ বাহিনীর কোচ আরও বলেন, আমাদের কাছে বেশ কিছু বিকল্প ছিল। তবে মাহি যেহেতু অধিনায়কত্ব করতে প্রস্তুত, তাই আর সাত পাঁচ না ভেবে তাঁকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
অবশ্যই পড়ুন: KKR-র লড়াইয়ে খুশি নন শাহরুখ? নীরবতা ভাঙলেন বলিউড বাদশাহ
কুইন্টন ডি ক’ক(উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে(অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, রমণদীপ সিং, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারেন স্পেন্সর জনসন।
আপনি যদি নতুন স্মার্টফোন কিনতে চান এবং আপনার বাজেট ১৫ হাজার টাকার মধ্যে থাকে, তাহলে…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির (SSC) ২০১৬ সালের নিয়োগ প্যানেল…
সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার মাছপ্রেমীদের কাছে ইলিশ (Ilish) মাছের এক আলাদাই ইমোশনের জায়গা। ইলিশ মাছের…
প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে শিল্প এবং বাণিজ্য নিয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলে একেবারে দুঃসময় কাটাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগে ব্যর্থতার…
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতেই বেশ মনোরম আবহাওয়া রাজ্যে। চৈত্রের সেই বদ্ধ ভ্যাপসা গরম (Weather…
This website uses cookies.