চাকরি ছাড়াই মিলবে পেনশন, সবাই পাবেন! কেন্দ্র চালু করল নয়া পেনশন স্কিম
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা কমে যায়। কিন্তু আর্থিক প্রয়োজনীয়তা সবারই থাকে। জীবনের এই পর্যায়ে অধিকাংশ মানুষকেই অর্থের চিন্তায় সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকেই সরকারি বা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকায় অবসরের পর পেনশন পান। কিন্তু স্বনির্ভর মানুষ, ছোট ব্যবসায়ী বা খুচরো কাজ করা মানুষদের কোন রকম নির্দিষ্ট পেনশন ব্যবস্থা নেই। এবার সেই সমস্যা সমাধান করার জন্য কেন্দ্র সরকার নতুন প্রকল্প চালু করছে।
সাধারণ মানুষের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এবার চালু করতে চলেছে সর্বজনীন পেনশন প্রকল্প। জানা গেছে ইতিমধ্যে কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয় এই প্রকল্প নিয়ে আলোচনা শুরু করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো সমাজের সমস্ত স্তরের মানুষের জন্য পেনশন সুবিধা নিশ্চিত করা। বিশেষ করে অসংঘটিত ক্ষেত্রে কর্মীরা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দিনমজুররা এই সুবিধা পাবেন।
এই প্রকল্পের আওতায় ১৮ থেকে ৬০ বছর বয়সের যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। ৬০ বছর বয়সের পর তাদের মাসিক পেনশন দেওয়া হবে। এটি মূলত সঞ্চয়ভিত্তিক একটি পেনশন প্রকল্প, যেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করলে পরবর্তীতে নিশ্চিত পেনশন পাওয়া যাবে।
সমস্ত পেনশন প্রকল্পকে একত্রিত করা- বর্তমানে দেশে একাধিক সরকারি পেনশন প্রকল্প চালু রয়েছে। যেমন অটল পেনশন যোজনা (APY), জাতীয় পেনশন ব্যবস্থা (NPS), প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PM-SYM), প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PM-KMY) ইত্যাদি। তবে নতুন এই পেনশন প্রকল্পের মাধ্যমে সমস্ত প্রকল্পকে একত্রিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের অন্তর্ভুক্তি- এর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী, স্বনির্ভর মানুষ, দিনমজুর, কৃষক এবং অন্যান্য ক্ষেত্রের কর্মীরাও এই প্রকল্পের অধীনে সুবিধা পাবেন।
বয়স হলে নিশ্চিত পেনশন- ৬০ বছর বয়সের পর নির্দিষ্ট হারে পেনশন দেওয়া হবে, যাতে বার্ধক্য বয়সে অর্থের কোনরকম চিন্তা করতে না হয়।
এই প্রকল্প চালু হলে সমাজের প্রচুর মানুষ উপকৃত হবেন। চাকরি ছাড়াও যদি পেনশনের সুবিধা পাওয়া যায়, তবে তা সাধারণ মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় সরকার কবে থেকে এই প্রকল্প চালু করবে সেটাই এখন দেখার।
আপনি যদি ফটো এবং ভিডিও শ্যুটের জন্য সেরা সেলফি এবং রিয়ার ক্যামেরার ফোন খুঁজে থাকেন…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১০ মার্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি…
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল ছাড়াও বিভিন্ন প্রোডাক্টে ছাড় দেওয়া হয়। এখন যেমন Vivo V50 5G…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রাজ্য সড়কে। আজ…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
This website uses cookies.