চাপে হিরো-বাজাজ, দুর্ধর্ষ বাইক নিয়ে ভারতে ব্যবসা করতে ফিরছে চীনের বিখ্যাত কোম্পানি
ভারতের মোটরসাইকেলের বাজারে প্রত্যাবর্তন করতে চলেছে চিনের বিখ্যাত টু-হুইলার কোম্পানি সিএফমোটো (CFMoto)। বিগত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে দারুন সাফল্য পেয়েছে কোম্পানিটি। এবার ভারতেও সেই ছন্দ ধরে রাখার চেষ্টায় নামছে তারা। জানা গিয়েছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নতুন বাইকের হাত ধরে এ দেশে প্রত্যাবর্তন করতে পারে তারা। এই বাইকটির নাম 450MT।
২০১৯ সাল থেকে সীমিত সময়ের জন্য দেশে বাইকের বিক্রি জারি রেখেছিল কোম্পানি। দেশে BS6 নিয়ম চালু হওয়ার পর কিছু বাইক নতুন নির্গমন বিধি মেনে আপডেট করেছিল সংস্থা। তবে কম চাহিদার জন্য বিক্রি স্থগিত রাখা হয়। হায়দরাবাদের AMW মোটরসাইকেল নামক কোম্পানির মাধ্যমে দেশে বাইক বিক্রি করত চিনা বাইক নির্মাতা। এবার শোনা যাচ্ছে, নতুন পার্টনারের সঙ্গে হাত মেলাতে চলেছে সিএফমোটো।
উল্লেখ্য বিষয়, দেশে শেষবার যখন বাইক বিক্রি করেছিল কোম্পানি তখন আর এখনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে ইউরোপে বেশ কিছু প্রিমিয়াম বাইক এনেছে তারা। এর মধ্যে সম্ভবত সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে CFMoto 450MT অ্যাডভেঞ্চার বাইক। এতে রয়েছে প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন এবং দুর্দান্ত অফ রোডিং দক্ষতা।
বাইকে পাওয়া যাবে ২১/১৮ ইঞ্চির চাকা, ২০০ মিলিমিটার সাসপেনশন ট্রাভেল এবং ৮০০ মিলিমিটার উঁচু সিট। এই বাইকটির দামও কম রাখতে পারে কোম্পানি, যাতে অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে রয়্যাল এনফিল্ড এবং কেটিএমকে টক্কর দিতে পারে। এই বাইকের দামের উপর তো নজর থাকবেই, পাশাপাশি MT450 এর পর আরও বেশ কিছু মোটরসাইকেল আনার প্রস্তুতি করছে কোম্পানি। সবমিলিয়ে ভারতের বাজার পাখির চোখ করেছে চিনের সিএফমোটো।
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। জেলায় জেলায় রীতিমতো…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
This website uses cookies.