শ্বেতা মিত্র, কলকাতা: বছরের শুরুতেই নতুন এক আশঙ্কায় রাতের ঘুম উড়ল দেশবাসীর। আর এই আশঙ্কা হল নতুন এক সাইক্লোনকে ঘিরে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আবহাওয়াবিদদের আশঙ্কা, এবার দেশের দিকে তাক করে ধেয়ে আসছে সাইক্লোন আলফ্রেড (Cyclone Alfred)। আসন্ন এই সাইক্লোনের আশঙ্কায় থরহরিকম্প প্রায় ২৫ লক্ষ মানুষ। এই সাইক্লোনটি আছড়ে পড়লে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদারা। আরও বিশদ জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
না তবে এটি ভারতের দিকে আসছে, এটাই স্বস্তি। জানা গিয়েছে, আলফ্রেড একটি ক্যাটাগরি ১ ঘূর্ণিঝড়, যা আটলান্টিক মহাসাগরের একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের সমতুল্য। এটি দ্রুত ব্রিসবেনের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে প্রায় ২৫ লক্ষ মানুষ বাস করে। আজ শুক্রবার সকাল পর্যন্ত, ঘূর্ণিঝড়টি ব্রিসবেন থেকে প্রায় ১৯৫ কিলোমিটার পূর্বে ছিল এবং ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এর আঘাতের আগেই উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক ঢেউ উঠতে শুরু করেছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে যে এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রে উঁচু ঢেউ উঠছে। গোল্ড কোস্টে ১২.৩ মিটার উঁচু একটি রেকর্ড ঢেউ দেখা গেছে, যা উপকূলীয় অঞ্চলে বিপদ বাড়িয়েছে। উত্তর নিউ সাউথ ওয়েলসে (এনএসডব্লিউ) তীব্র হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের কারণে ৩৫,০০০ বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসন বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য ক্রমাগত চেষ্টা করছে।
সরকার জনগণকে উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে। গোল্ড কোস্ট সিটি কাউন্সিল পাথর এবং বিপজ্জনক জলের কাছে যাওয়ার জন্য ১০,০০০ ডলার (প্রায় ৮.৭১ লক্ষ টাকা) জরিমানার সতর্কতা জারি করেছে।
টানা বৃষ্টিপাত এবং তীব্র হাওয়ার কারণে আবার বন্যার ঝুঁকি বেড়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে সক্রিয় থাকার এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।বৃহস্পতিবার (৬ মার্চ) NSW রাজ্য জরুরি পরিষেবা ১,৮০০ টিরও বেশি কল পেয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে তিনটি বন্যা উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে, যার ফলে অনেক জীবন বাঁচানো সম্ভব হয়েছে।
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
আপনি যদি সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ক্যামেরার সেরা ফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।…
This website uses cookies.