চাল-গম বন্ধ, এবার ব্যাংকে ঢুকবে নগদ টাকা! কী বললেন খাদ্যমন্ত্রী?

ভারতের রেশন ব্যবস্থা গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনামূল্যে খাদ্যশস্য পাওয়া নিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে এই প্রকল্প চালিয়ে আসছে। কিন্তু সম্প্রতি কেন্দ্র সরকার রেশন ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। 

বিশেষ করে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার প্রস্তাব নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। তাহলে কী এবার থেকে চাল গমের পরিবর্তে নগদ ভর্তুকি দেওয়া হবে?

খাদ্যমন্ত্রীর বক্তব্য 

রেশনের নগদ ভর্তুকি দেওয়ার বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সোমবার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত কেন্দ্র এই বিষয়ে রাজ্যকে কিছু জানায়নি। কোন আলোচনা বা চিঠি আসেনি। তবে এটি কেন্দ্র সরকার ভাবতে পারে। 

READ MORE:  UPSC পরীক্ষা না দিয়েও হতে পারবেন IAS অফিসার, জেনে নিন পদ্ধতি

রেশন ব্যবস্থায় নগদ ভর্তুকির ভাবনা কেন? 

বর্তমান সময়ে রেশন কার্ডের মাধ্যমে সরাসরি চাল, আটা, গম, চিনি ইত্যাদি দেওয়া হয়। কিন্তু যদি নগদ ভর্তুকির ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে রেশন কার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে।

এর ফলে রেশন দোকানে দুর্নীতি এবং কালোবাজারি কমবে এবং উপভোক্তারা নিজের ইচ্ছামত বাজার থেকে খাদ্য কিনতে পারবেন। তবে টাকা দিলেও বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে অনেকে। এছাড়া প্রত্যন্ত এলাকায় ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে অনেক মানুষ এই সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হতে পারে।

READ MORE:  বিনামূল্যে ট্রেনিং করিয়ে চাকরি দিচ্ছে প্রধানমন্ত্রী, সাথে মিলবে মোটা অঙ্কের স্টাইপেন্ড

ব্যাংক অ্যাকাউন্ট লিংক বাধ্যতামূলক হবে?

যদিও কেন্দ্র সরকার এখনও নিশ্চিতভাবে কিছু ঘোষণা করেনি। তবে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের একটি বৈঠকে এই বিষয়ে কিছু ইঙ্গিত পাওয়া যায়। কেন্দ্র সরকার ২০১৫ সালের রেশন নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করতে চাইছে।

এই নতুন নিয়ম অনুযায়ী, রেশন কার্ড ইস্যু করার সময় পরিবারের প্রধানের ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হতে পারে। এছাড়া রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে ৯৫% উপভোক্তার ই-কেওয়াইসি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সব রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা হয়েছে। তাই কেন্দ্র চাইলে সহজেই ব্যাংকের তথ্য পেয়ে যাবে। তবে খাদ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, বর্তমানে রেশনে চাল, গম সরবরাহ বন্ধ করে শুধুমাত্র নগদ ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করা হয়নি। 

READ MORE:  Budget 2025: নতুন কর কাঠামোতে কাকে কত টাকা কর দিতে হবে? দেখে নিন সম্পূর্ণ তালিকা

রেশন গ্রাহকদের জন্য সতর্কবার্তা

যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে দ্রুত রেশন দোকানে গিয়ে আধার কার্ড লিঙ্ক করে ফেলুন। ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা বাধ্যতামূলক হলে নতুন নিয়মের জন্য প্রস্তুত থাকতে হবে। তাই নগদ ভর্তুকির সিদ্ধান্ত হলে বাজারে খাদ্যদ্রব্যের দাম ওঠানামার দিকেও নজর রাখতে হবে।

Scroll to Top