চিনে বাদুড়ের শরীরে মিলল নতুন করোনা ভাইরাস, ফের কি আক্রান্ত হতে পারে মানুষ?
২০১৯ সালের শেষের দিকে একটি নতুন নামের সঙ্গে পরিচিত হয়েছিল বিশ্ববাসী। করোনা ভাইরাস (COVID-19)। ২০১৯ এর শেষে এই ভাইরাসে চীন (China) আক্রান্ত হলেও ২০২০ সালে এর ঢেউ আছড়ে পড়ে ভারতসহ বিশ্বে। এই ঘটনার আজ পাঁচ বছর। আজও মানুষ ভুলতে পারেনি সেই মহামারীকে। আসলে ভোলা সম্ভব নয় যে।
এই মহামারী প্রাণ কেড়ে নিয়েছে কত শত মানুষের। স্তব্ধ করেছিল বিশ্বকে। প্রকৃতি হাঁফ ছেড়ে বাঁচলেও মানুষের মুখে উঠে ছিল মাস্ক। মৃত্যুর এক অদ্ভুত স্তব্ধতা গ্রাস করেছিল বিশ্বকে। কখন যে কি হয়ে যায়। মানুষ ও ভাইরাসের এই লড়াইয়ে কখনও চিকিৎসা জিতেছে তো কখনও মহামারী।
তবে ২০২১ সালে মারাত্মক দাপট দেখানোর পর ২০২২ সাল থেকে পিছু হটেছে এই মহামারী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতছে বিশ্ব। এমনটাই যখন মনে করা হচ্ছিল সেই মুহূর্তে আবার কপালে ভাঁজ ফেলছে করোনা মহামারী। সে নাকি নতুন রূপে আবার ফিরছে। কারণ চীনে বাদুড়ের শরীরে মিলেছে কোভিডের মতোই ভাইরাসের নমুনা। এই ভাইরাসে আক্রান্ত হতে পারে মানুষ। এমন আশঙ্কা রয়েছে।
আসলে করোনা ভাইরাসেরও আঁতুড় ঘর ছিল চীন। আর সেই চীনেই ফের সমতুল্য এক ভাইরাস মেলায় আতঙ্কে বিশ্ব। উল্লেখ্য,
নতুন এই ভাইরাসের খোঁজ মিলেছে চীনের গুয়ানঝাউয়ের গবেষণাগারে। নতুন এই ভাইরাসের নাম HKU5-CoV-2। ভাইরোলজিস্ট শি ঝেঙ্গলি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই ভাইরাস মানবদেহে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস এক প্রকারের নয়। পশু পাখির দেহে এই ধরণের অনেক করোনা ভাইরাস রয়েছে। যার মধ্যে কিছু ভাইরাসের মানবদেহে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। যেটা ২০১৯ সালে হয়েছিল। তেমনি চীনে নতুন এই ভাইরাসেরও মানবদেহে সংক্রমণের আশঙ্কা রয়েছে যে কারণে ভয়ে চীন সহ বিশ্ব। যদিও বিভিন্ন প্রতিষেধকের জেরে এই মুহূর্তে মানব শরীরের ভাইরাসের সঙ্গে লড়ার ক্ষমতা অনেকটাই বেড়ে গেছে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.