চুরি ঠেকাতে নেওয়া হল বিশেষ ব্যবস্থা! মন্দিরের প্রণামী বাক্সে এবার QR কোড
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা মন্দিরের জন্য টাকা দিলেও তা হাতে পাচ্ছেন না মন্দির কর্তৃপক্ষ। কোথাও কোথাও আবার মন্দিরের বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যাচ্ছেন চোরেরা। তাই ভেবেচিন্তে উপায় বার করলেন মুর্শিদাবাদের নওদা ব্লকের পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দির কর্তৃপক্ষ। তাই মন্দিরের যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে প্রণামী বাক্সে কিউআর কোড (QR Code) লাগালেন তাঁরা।
জানা গিয়েছে, নওদা থানার পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহর লীলা কীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। আগামী ২ এপ্রিল থেকে ওই মহাযজ্ঞ শুরু হবে। এই মহাযজ্ঞ চলবে ৫ দিন ধরে। যার ফলে সেই অনুষ্ঠানে হাজির হবে এলাকার হাজার হাজার মানুষ। তবে এবার সেই অনুষ্ঠানের চাঁদা তোলা হবে অন্য উপায়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই অনুষ্ঠানের আয়োজকরা নগদ এর হিসাবে চাঁদা তোলে তবে এবার নগদ নয় ‘কিউ আর কোড’ চালু করলেন তাঁরা। তাঁদের এই অভিনব উদ্যোগ রীতিমত সাড়া ফেলে দিয়েছে গোটা এলাকায়।
এই বিষয়ে রাধাগোবিন্দ মন্দির কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন যে, তাঁদের এই বড় মন্দির অনেক বছরের পুরোনো। এই মন্দিরের বাইরের গেটে একটি প্রণামী বাক্স রাখা আছে। সেখানেই এলাকার মানুষ কিছু টাকা তাঁদের ইচ্ছানুযায়ী চাঁদা হিসেবে দিয়ে যেতেন। কিন্তু মাস দুয়েক আগে সেই বাক্স ভেঙে টাকাপয়সা চুরি করে নিয়ে গেছে চোরেরা। যার ফলে মন্দিরের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু এই ভুল আর দ্বিতীয়বার করা হবে না। তাই এই কিউআরকোড ব্যবস্থা চালু করা হয়েছে। কারণ আগামী কয়েকদিনের মহাযজ্ঞে প্রায় পাঁচ-ছয় লক্ষ টাকা খরচ হতে চলেছে।
এই অভিনব উপায়ে একদিকে যেমন মন্দিরের চুরি আটকানো যাবে ঠিক তেমনই অনেকেই এখন পকেটে ক্যাশ বহন করতে চায় না, সেই কারণে এখন টাকা লেনদেন করার সবচেয়ে ভালো উপায় হল অনলাইন। তবে মন্দিরের বাইরে একটি প্রণামী বাক্স এখনও রাখা আছে তাতে বড় একটি তালা দেওয়া হয়েছে। যদি কেউ টাকা দিতে চায় সেখানেও রাখতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রাজ্য সড়কে। আজ…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
This website uses cookies.