চুরি ঠেকাতে নেওয়া হল বিশেষ ব্যবস্থা! মন্দিরের প্রণামী বাক্সে এবার QR কোড
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা মন্দিরের জন্য টাকা দিলেও তা হাতে পাচ্ছেন না মন্দির কর্তৃপক্ষ। কোথাও কোথাও আবার মন্দিরের বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যাচ্ছেন চোরেরা। তাই ভেবেচিন্তে উপায় বার করলেন মুর্শিদাবাদের নওদা ব্লকের পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দির কর্তৃপক্ষ। তাই মন্দিরের যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে প্রণামী বাক্সে কিউআর কোড (QR Code) লাগালেন তাঁরা।
জানা গিয়েছে, নওদা থানার পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহর লীলা কীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। আগামী ২ এপ্রিল থেকে ওই মহাযজ্ঞ শুরু হবে। এই মহাযজ্ঞ চলবে ৫ দিন ধরে। যার ফলে সেই অনুষ্ঠানে হাজির হবে এলাকার হাজার হাজার মানুষ। তবে এবার সেই অনুষ্ঠানের চাঁদা তোলা হবে অন্য উপায়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই অনুষ্ঠানের আয়োজকরা নগদ এর হিসাবে চাঁদা তোলে তবে এবার নগদ নয় ‘কিউ আর কোড’ চালু করলেন তাঁরা। তাঁদের এই অভিনব উদ্যোগ রীতিমত সাড়া ফেলে দিয়েছে গোটা এলাকায়।
এই বিষয়ে রাধাগোবিন্দ মন্দির কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন যে, তাঁদের এই বড় মন্দির অনেক বছরের পুরোনো। এই মন্দিরের বাইরের গেটে একটি প্রণামী বাক্স রাখা আছে। সেখানেই এলাকার মানুষ কিছু টাকা তাঁদের ইচ্ছানুযায়ী চাঁদা হিসেবে দিয়ে যেতেন। কিন্তু মাস দুয়েক আগে সেই বাক্স ভেঙে টাকাপয়সা চুরি করে নিয়ে গেছে চোরেরা। যার ফলে মন্দিরের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু এই ভুল আর দ্বিতীয়বার করা হবে না। তাই এই কিউআরকোড ব্যবস্থা চালু করা হয়েছে। কারণ আগামী কয়েকদিনের মহাযজ্ঞে প্রায় পাঁচ-ছয় লক্ষ টাকা খরচ হতে চলেছে।
এই অভিনব উপায়ে একদিকে যেমন মন্দিরের চুরি আটকানো যাবে ঠিক তেমনই অনেকেই এখন পকেটে ক্যাশ বহন করতে চায় না, সেই কারণে এখন টাকা লেনদেন করার সবচেয়ে ভালো উপায় হল অনলাইন। তবে মন্দিরের বাইরে একটি প্রণামী বাক্স এখনও রাখা আছে তাতে বড় একটি তালা দেওয়া হয়েছে। যদি কেউ টাকা দিতে চায় সেখানেও রাখতে পারে।
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। জেলায় জেলায় রীতিমতো…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.