চোখ ধাঁধানো স্মার্টফোন আনছে শাওমি, স্যামসাং এবং নাথিং
৩ মার্চ থেকে ৬ মার্চ অনুষ্ঠিত হচ্ছে দুনিয়ার অন্যতম বড় টেক ইভেন্ট মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫। এই ইভেন্টে একাধিক নামী ব্র্যান্ডগুলি তাদের নতুন উদ্ভাবনী ডিভাইস ছাড়াও লঞ্চ করবে নতুন স্মার্টফোন। তালিকায় রয়েছে Xiaomi, Samsung এবং Nothing এর মতো ব্র্যান্ডের নাম। আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কোন কোন স্মার্টফোনের উপর নজর থাকবে আসুন জেনে নেওয়া যাক।
এই ইভেন্টের থিম রাখা হয়েছে “কনভার্জ, কানেক্ট, ক্রিয়েট”। প্রযুক্তির খাতে কোম্পানিগুলি কী কী উন্নয়ন করেছে তা প্রদর্শনের পাশাপাশি সামাজিক মাধ্যমে সেগুলির প্রভাব কতটা পড়তে পারে তার ভিজ্যুয়াল উপস্থাপন দেখা যাবে। এছাড়াও, মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে কোম্পানিগুলির উদ্ভাবন সম্পর্কে একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি পাবেন দর্শকরা।
এই ইভেন্টে শাওমি আনছে ১৫ সিরিজের স্মার্টফোন। যার মধ্যে সবথেকে বেশি নজর থাকবে ১৫ আলট্রা স্মার্টফোনে। উচ্চ স্পেসিফিকেশন ছাড়াও, আয়তন ও ডিজাইনের দিক থেকেও বড় চমক হাজির করতে পারে এই মোবাইল।
ব্রিটিশ কোম্পানি নাথিং আনতে চলেছে বহু প্রতীক্ষিত নাথিং ফোন ৩এ সিরিজ। এই সিরিজে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। পাশাপাশি ব্র্যান্ডের ঐতিহ্যবাহী ট্রান্সপ্যারেন্ট ডিজাইন থাকবে ফোনগুলিতে। ৪ মার্চ লঞ্চ হবে এই সিরিজ।
গ্যালাক্সি এস২৫ সিরিজ জানুয়ারিতে লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে আরও একটি তুখোড় ডিভাইস আনতে চলেছে কোম্পানি। গ্যালাক্সি এস২৫ এজ নামে বাজারে আসবে এই স্মার্টফোন। মিলবে একগুচ্ছ আপডেটেড ফিচার ও স্পেসিফিকেশন।
পুরানো ব্র্যান্ড এইচএমডি এবং অনর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন স্মার্টফোন আনতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও কোম্পানির দুই স্মার্টফোন সম্পর্কে খুব বেশি তথ্য এখনও পাওয়া যায়নি।
শ্বেতা মিত্র, কলকাতা: ফের দেশে এয়ারস্ট্রাইক (Airstrike)। হামলায় মৃত্যু হল বহু মানুষের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। জেলায় জেলায় রীতিমতো…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
This website uses cookies.