লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

চোখ ফেরাতে পারবেন না, অসাধারণ ডিজাইন সহ মোটোরোলার নতুন ফোন

Published on:

মোটোরোলা সম্প্রতি তাদের জনপ্রিয় ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল ফোন Motorola Razr+ স্পেশাল ভার্সন Motorola Razr+ Paris Hilton Limited Edition লঞ্চ করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে আপাতত পাওয়া যাবে। উল্লেখ্য, বিশ্ব বাজারে Motorola Razr+ কে Razr 50 Ultra নামে হাজির করা হয়েছিল। প্যারিস হিলটন ভার্সনটি ‘প্যারিস পিঙ্ক’ কালার ভ্যারিয়েন্টে এসেছে। এতে ‘দ্যাটস হট’ ট্যাগলাইনের সাথে প্যারিস হিলটনের সই রয়েছে এবং একটি ভেগান লেদার ফিনিশ দেওয়া হয়েছে।

Motorola Razr+ Paris Hilton Limited Edition কে বিশেষ লুক দিতে প্যারিস হিলটনের অটোগ্রাফের সঙ্গে একটি ভেগান লেদার কেসও দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে। অতিরিক্তভাবে, ভেগান লেদারের দুটি হ্যান্ড স্ট্র্যাপ বিকল্প পাওয়া যাবে। শুধু তাই নয় এই স্পেশাল ফোনে প্যারিস হিলটন অনুপ্রাণিত রিংটোন, একটি ‘হ্যালো মোটো’ রিমিক্স রিংটোনও রয়েছে। তাছাড়া, হিলটন এর প্রিয় ওয়ালপেপারও এতে পাওয়া যাবে।

READ MORE:  15 হাজার টাকার কমে 18GB র‌্যাম সহ লঞ্চ হল Realme Narzo 80x 5G ফোন, রয়েছে 50MP রিয়ার ক্যামেরা

Motorola Razr+ Paris Hilton Limited Edition এর দাম ও উপলব্ধতা

মার্কিন যুক্তরাষ্ট্রে মোটোরোলা রেজর প্লাস হিলটন লিমিটেড এডিশন এর দাম রাখা হয়েছে ১১৯৯.৯৯ ডলার (প্রায় ১,০৪,৩০০ টাকা)। এই মূল্য ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। কসমেটিক পরিবর্তন ছাড়া এর স্পেসিফিকেশন মূল মডেলের মতোই রাখা হয়েছে।

Motorola Razr 50 Ultra এর ফিচার এবং স্পেসিফিকেশন

এই ফোনে আছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্লেক্সভিউ পিওলেড এলটিপিও ডিসপ্লে। এই ডিসপ্লে ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ৩০০০ নিটস। ফোনটির বাইরের ডিসপ্লে ৪ ইঞ্চি, যার রিফ্রেশ রেটও ১৬৫ হার্জ পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ ব্যবহার করা হয়েছে।

READ MORE:  নিমেষে হবে চার্জ, ১৫ হাজার টাকার মধ্যে Realme 12x ও Vivo T3x সহ সেরা ৫ ফাস্ট চার্জিং স্মার্টফোন | Best 5 Fast Charging Smartphones List Under 15000

ফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। এছাড়া এতে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরাও রয়েছে। সেলফির জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ডিভাইসে ৪০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোল্ডেবল ডিভাইসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।

READ MORE:  iQOO Z10 Turbo: শাওমি, ভিভো ছেড়ে এই কোম্পানির ফোন কিনবে মানুষ, কারণ জানলে অবাক হবেন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.