ছিলেন ওয়ার্ল্ড ব্যাঙ্কে, ১০ বছরে প্রথম মহিলা ডেপুটি গভর্নর RBI-তে! কে এই পুনম?
শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার শিরোনামে উঠে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) । কেন্দ্রীয় সরকার তিন বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ (NCAER) এর মহাপরিচালক পুনম গুপ্তার নিয়োগ অনুমোদন করেছে। জানুয়ারিতে মাইকেল দেবব্রত পাত্র পদত্যাগ করার পর আরবিআই-এর ডেপুটি গভর্নরের পদটি শূন্য হয়ে যায়।
সূত্রের খবর, ক্যাবিনেটের নিয়োগ কমিটি (ACC) পুনম গুপ্তাকে আরবিআই-তে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে, যেদিন থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, সেই দিন থেকে তিন বছরের জন্য। বর্তমানে, তিনি NCAER-এর মহাপরিচালক। শুধু তাই নয়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য এবং ষোড়শ অর্থ কমিশনের উপদেষ্টা পরিষদের আহ্বায়কও।
ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের উচ্চপদস্থ পদে প্রায় দুই দশক কাটিয়ে তিনি ২০২১ সালে পুনম NCAER-তে যোগ দেন। তিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের (মার্কিন যুক্তরাষ্ট্র) দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে শিক্ষকতা করেছেন এবং দিল্লির আইএসআই (ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট) তে ‘ভিজিটিং ফ্যাকাল্টি’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি (NIPFP)-তে RBI চেয়ার প্রফেসর এবং ICRIER-তে অধ্যাপকও ছিলেন।
পুনম গুপ্তা মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৮ সালে আন্তর্জাতিক অর্থনীতিতে পিএইচডি করার জন্য তিনি এক্সিম ব্যাংক পুরস্কার জিতেছিলেন।
গত বছরই, ৫৬ বছর বয়সী সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হন। তাকে আগামী তিন বছরের জন্য আরবিআই-এর নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে, যা ৯ ডিসেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে। এর আগে মালহোত্রা ভারতের রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি গভর্নর হিসেবে ছয় বছরের মেয়াদ পূর্ণ করা শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হন।
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে স্মার্টফোন (Smartphone) আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কল করার পাশাপাশি…
ক্যামেরার জন্য বরাবরই প্রশংসিত Oppo। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে যেতে চাইছে ব্র্যান্ডটি। সংস্থার আসন্ন Oppo…
প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরের শুরুর দিকে জানুয়ারি মাসে পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আমরা এতদিন সোনা (Gold), হীরা বা প্লাটিনামকে সব থেকে দামি জিনিস বলেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ই এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
মোটোরোলা শীঘ্রই মোটো এজ সিরিজের নতুন ফোন Motorola Edge 60 বাজারে আনতে চলেছে। লঞ্চের তারিখ…
This website uses cookies.