ছুটি বাড়ল আরও এক দিন! পরপর চার দিন ছুটি, দারুণ খুশি রাজ্য সরকারি কর্মচারীরা
বর্তমান সময়ে রাজ্য সরকারি কর্মচারীরা যে হারে ছুটি পান তা দেখে রীতিমতো ঈর্ষায় ভোগেন বেসরকারি কর্মচারীরা। আসলে ঈর্ষান্বিত হওয়ারই ব্যাপার। এযে আম ছুটি নয়, একেবারে ছুটির হরিলুট। চলতি সপ্তাহে পর পর চার দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
কীভাবে? ১৪ তারিখ অর্থাৎ শুক্রবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। এছাড়াও ১৫ ও ১৬ তারিখ যথাক্রমে শনিবার ও রবিবার থাকায় ছুটি রয়েছে। আর বৃহস্পতিবারের জন্য অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারির ছুটি ঘোষণা করে দিল রাজ্য সরকার। অর্থাৎ চলতি সপ্তাহে পর পর চার দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।
উল্লেখ্য, আজ নবান্নর তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, ১৩ই ফেব্রুয়ারি সব-এ-বরাতের ছুটি পাবেন সমস্ত সরকারি কর্মচারীরা। সরকারি স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পুরসভা-সহ সমস্ত সরকারি ও সরকারের অধীনস্থ অফিস বন্ধ থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য গত বছর অর্থাৎ ২০২৪-এর ২২ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটির যে তালিকা ঘোষণা করা হয়েছিল, সেখানেই ১৪ তারিখ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের পাশাপাশি সব-এ-বরাতের ছুটিও ঘোষণা করা হয়েছিল। তবে এই বছর দুটো দিন এক না পরে আলাদা আলাদা হওয়ায় আলাদা করে বিজ্ঞপ্তি জারি করে ছুটি দেওয়া হল। এরপর ফেব্রুয়ারিতেই ২৬ তারিখ মহা শিবরাত্রির ছুটি রয়েছে। ১৪ ও ১৫ মার্চ দোলের ছুটি।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.