ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, কেন্দ্র বিনামূল্যে দিচ্ছে ৩০ হাজার টাকার ক্রেডিট কার্ড
দেশের ছোট ব্যবসায়ী এবং রাস্তার হকারদের জন্য কেন্দ্র সরকার নতুন একটি সুবিধা চালু করেছে। পিএম স্বনিধি যোজনা নামক এই প্রকল্পটি ২০২০ সালে চালু করা হয়েছিল, যাতে করোনার কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনরায় ব্যবসা শুরু করতে পারেন। এবার এই স্কিমের আওতায় ৩০ হাজার টাকার ইউপিআই লিংকড ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫ সালের বাজেটে এই সুবিধার কথা ঘোষণা করেছেন।
পিএম স্বনিধি যোজনা একটি মাইক্রো ক্রেডিট স্কিম, যার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী, হকার এবং স্ট্রিট ভেন্ডররা সহজ শর্তে ঋণ পেতে পারেন। ছোট দোকানদার বা রাস্তার ব্যবসায়ীরা এই প্রকল্পের মাধ্যমে ব্যবসার জন্য অর্থসাহায্য পান।
সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৪.৩১ লক্ষ ঋণ বিতরণ করা হয়েছে, যার মোট পরিমাণ ১৩,৪২২ কোটি টাকা।
এই প্রকল্পের আওতায় তিন ধাপে ঋণ নেওয়ার সুবিধা রয়েছে—
1. প্রথম ধাপে সর্বোচ্চ ১০,০০০ টাকা ঋণ নেওয়া যাবে।
2. দ্বিতীয় ধাপে প্রথম ঋণ পরিশোধ করলে ২০,০০০ টাকা ঋণ পাওয়া যাবে।
3. তৃতীয় ধাপে ভালো লেনদেনের ভিত্তিতে সর্বোচ্চ ৫০,০০০ টাকা ঋণ পাওয়া যাবে।
সুবিধা:
নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করলে ৭% সুদ ভর্তুকি পাওয়া যাবে।
বার্ষিক ১,২০০ টাকা ক্যাশব্যাক সুবিধা রয়েছে।
আগে শুধুমাত্র নগদ ঋণ দেওয়া হতো, এবার ৩০,০০০ টাকার ইউপিআই লিংকড ক্রেডিট কার্ড প্রদান করা হবে, যা ডিজিটাল লেনদেনকে সহজ করবে।
এই প্রকল্পের আওতায় যেকোনো স্ট্রিট ভেন্ডর, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র দোকানদার বা হকার আবেদন করতে পারবেন। তবে আবেদন করতে হলে নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে—
আধার কার্ড
ভোটার আইডি কার্ড
প্যান কার্ড
ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়াই সহজ শর্তে ঋণ পাওয়া যাবে।
সময়মতো ঋণ পরিশোধ করলে ক্যাশব্যাক ও সুদে ৭% সরকারি ভর্তুকি মিলবে।
নতুন ক্রেডিট কার্ড সুবিধার ফলে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে।
ধাপে ধাপে ঋণ পরিশোধ করলে বড় অঙ্কের ঋণ পাওয়ার সুযোগ থাকবে।
পিএম স্বনিধি যোজনা দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী এবং রাস্তার হকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এবার ৩০ হাজার টাকার ইউপিআই লিংকড ক্রেডিট কার্ড চালু হওয়ায় ডিজিটাল লেনদেন সহজ হবে এবং ব্যবসার প্রসার ঘটবে। আপনি যদি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হন, তাহলে দেরি না করে এখনই এই স্কিমে আবেদন করুন!
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
This website uses cookies.