জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না, Oppo Reno 13 থেকে Realme P3x 5G, সেরা পাঁচ ওয়াটারপ্রুফ ফোন | Best 5 IP68 Waterproof Smartphone

স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড কোয়ালিটি আরও উন্নত করছে। বর্তমানে অনেক স্মার্টফোন IP68 এবং IP69 রেটিং সহ বাজারে উপস্থিত, যেগুলি ধুলো এবং জলের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। এই ধরনের ডিভাইস কিছুক্ষণ জলে ডুবে থাকলেও নষ্ট হয় না। এই প্রতিবেদনে আমরা সেরা পাঁচ IP68 এবং IP69 রেটিং যুক্ত ফোন সম্পর্কে জানাবো।

সেরা IP68 ও IP69 ওয়াটারপ্রুফ স্মার্টফোন

Motorola Edge 50 Fusion

মোটোরোলার এই মিড-রেঞ্জ ডিভাইসে IP68 রেটিং উপস্থিত এবং এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, ১২ জিবি র‌্যাম সহ ৫১২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এতে ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি ১৯,৯৯৯ টাকায় অফারের সাথে কেনা যাবে।

READ MORE:  অর্ধেক দামে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi, Realme ও Samsung ফোন, এখানে অফার

Realme P3x 5G

রিয়েলমির এই ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের IP68+IP69 রেটিংয়ের সাথে এসেছে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭২ ইঞ্চি LCD ডিসপ্লে আছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং‌ এর দাম শুরু হয়েছে ১৩,০০০ টাকা থেকে।

READ MORE:  Samsung Galaxy A36 A56 Launch Date: লঞ্চের আগেই দাম ফাঁস, Samsung Galaxy A56 ও Galaxy A36 কিনতে কত খরচ হবে | Samsung Galaxy A36 A56 Price in India

Oppo Reno 13 5G

অপোর এই ক্যামেরা কেন্দ্রিক স্মার্টফোনে IP66+IP68+IP69 রেটিং আছে। এতে পাওয়া যাবে ৬.৫৯ ইঞ্চির ১.৫ হাজার ফ্ল্যাট ওএলইডি কার্ভড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর। ডিভাইসটি ৫৮০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর দাম শুরু হয়েছে ৩০,৯৯০ টাকা থেকে।

Samsung Galaxy S25 5G

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে IP68 রেটিং এবং এতে ৬.২ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে পাওয়া যাবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং ওয়ানইউআই ৭ দ্বারা চালিত। এই স্মার্টফোনের দাম শুরু হয়েছে ৬৫,৭৯৫ টাকা থেকে।

READ MORE:  Realme P3 5G Features: Realme P3 ও P3 Ultra লঞ্চ হচ্ছে 19 মার্চ, 6000mAh ব্যাটারি সহ থাকবে সেরা ফিচার্স | Realme P3 Ultra India Launch Date March 19

iPhone 16 Pro

iPhone 16 Pro মডেলটি IP68 রেটিং সহ এসেছে এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৩-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে আছে। এতে A18 Pro প্রসেসর ও ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত, এবং ফোনটির দাম শুরু হয়েছে ১১২,৯০০ টাকা থেকে।

Scroll to Top