জানুয়ারি থেকে বাড়বে DA! কবে ঘোষণা হবে? মিললো ইতিবাচক সংকেত
আপনি কি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী বা পেনশনভোগী? তাহলে এই আপডেট আপনার জন্য গুরুত্বপূর্ণ! মহার্ঘ্য ভাতা (DA) কবে বাড়বে? অষ্টম পে কমিশন কার্যকর হবে কি না? এই প্রশ্ন এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে আলোচনার শীর্ষে।
প্রথাগতভাবে, সরকার মার্চ মাসে DA বৃদ্ধির ঘোষণা করে, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। তবে মার্চ শেষ হতে চললেও এখনো পর্যন্ত সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে, বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চলতি মাসেই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সুখবর পেতে পারেন।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৫৩%, এবং সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এটি ২% বৃদ্ধি পেতে পারে, ফলে DA বেড়ে ৫৫% হবে। এই বৃদ্ধি সপ্তম পে কমিশনের সুপারিশের সঙ্গেও সঙ্গতিপূর্ণ বলে জানা যাচ্ছে।
সরকার AICPI-IW (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স)** এর ভিত্তিতে DA নির্ধারণ করে, যা শ্রম মন্ত্রণালয়ের অধীনে সিমলা-ভিত্তিক শ্রম ব্যুরো প্রকাশ করে। ২০২৪ সালের ডিসেম্বর মাসের AICPI-IW রিপোর্ট অনুযায়ী, সূচক ০.৮% কমে ১৪৩.৭ হয়েছে, যা DA বৃদ্ধির সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারে।
কর্মচারী সংগঠনগুলোর মতে, ২% DA বৃদ্ধির সম্ভাবনা প্রবল। অল ইন্ডিয়া সরকারি কর্মচারী ও শ্রমিক কনফেডারেশনের সভাপতি রূপক সরকার এবং NC-JCM (স্টাফ সাইড) সচিব শিব গোপাল মিশ্রও এই পূর্বাভাসকে সমর্থন করেছেন।
DA বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা** নেবে। অনুমোদন হলে, নতুন DA হার ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন—এই ঘোষণা কবে আসবে, তা এখন সময়ই বলে দেবে!
সৌভিক মুখার্জী, কলকাতা: হাওড়ার বেলুড় এলাকায় এক অবিশ্বাস্য চুরির ঘটনা ঘটেছে। সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer)…
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার সময় বাড়িতে বসেই ব্যবসা করা যায়। তাও একদম স্বল্প বিনিয়োগে। যদি…
রিয়েলমি এপ্রিলের প্রথম দিনেই দুটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। Realme Narzo 80 Pro 5G…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এপ্রিলের প্রথম দিনই গ্রাহকদের বিরাট ধাক্কা দিল ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC।…
ভারতে মোটোরােলার নতুন ফোন Edge 60 Fusion আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল পা রাখতে চলেছে। তবে…
মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে…
This website uses cookies.