লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

জিও আনলো ভরপুর বিনোদনের সেরা রিচার্জ প্ল্যান, ইন্টারনেটের চিন্তা ছাড়াই একাধিক ওটিটি সাবস্ক্রিপশন

Published on:

বিনোদনের জন্য ওটিটি (OTT) দেখতে পছন্দ করে এমন গ্রাহকদের লক্ষ্য করে নতুন প্রিপেইড প্ল্যান চালু করল রিলায়েন্স জিও (Reliance Jio)। নতুন প্ল্যানে পাওয়া যাবে মোবাইল ডেটার সুবিধা সহ একাধিক স্ট্রিমিং পরিষেবার অ্যাক্সেস। ১৭৫ এবং ৪৪৫ টাকায় উপলব্ধ এই জিও টিভি প্রিমিয়াম (Jio TV Premium) প্ল্যান স্মার্টফোন ব্যবহারকারীর পছন্দ পূরণ করবে বলেই আশা করা হচ্ছে।

ডিজিটাল বিনোদনের চাহিদা বাড়ার সাথে সাথে, এই প্রিপেইড রিচার্জ প্ল্যান দুটি Sony LIV, Zee5, Discovery+ সহ আরও ১০টি স্ট্রিমিং প্ল্যাটফর্মের বান্ডেল অ্যাক্সেস অফার করে। ১৭৫ টাকার প্রিপেইড প্ল্যানটি মূলত স্ট্রিমিং বেনিফিট এবং ডেটা অ্যাক্সেস খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য চালু করেছে রিলায়েন্স জিও।

READ MORE:  BSNL Rs 2399 Recharge Plan: ঘুর পথে রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে BSNL, এই দুই প্যাকে পাওয়া যাবে কম ভ্যালিডিটি | BSNL Rs 1499 Recharge Plan

১৭৫ টাকার প্ল্যানে কী কী সুবিধা থাকছে

  • ১০ জিবি এককালীন ডেটা, ডেটা-পরবর্তী গতি ৬৪ কেবিপিএস।
  • ২৮ দিনের জন্য ১০টি OTT প্ল্যাটফর্মে অ্যাক্সেস : Sony LIV, Zee5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, এবং Hoichoi

মনে রাখবেন, জিওর এই প্রিপেইড প্ল্যান যারা স্ট্রিমিং পরিষেবা এবং মাঝে মাঝে মোবাইল ডেটা চান তাদের জন্য। এতে কোনও ভয়েস কল, এসএমএস বা আনলিমিটেড 5G ডেটা নেই। ফলে কল করা বা বেশি ডেটা ব্যবহারের জন্য উপভোক্তাদের একটি সক্রিয় প্ল্যান থাকতে হবে। তবে ৪৪৫ টাকার প্ল্যানে এই অসুবিধা নেই।

READ MORE:  Yearly Recharge Plan 2025 Offer: আজ রিচার্জ করলে ২০২৬-এর মে অবধি ফ্রি! গ্রাহকদের চিন্তা দূর করল Jio, Vi, Airtel ও BSNL | Best annual recharge plans 2025

৪৪৫ টাকার প্ল্যানে কী কী সুবিধা থাকছে

  1. ৬৪ কেবিপিএস পোস্ট-লিমিট স্পিড সহ দৈনিক ২ জিবি ডেটা।
  2. সীমাহীন 5G ডেটা (জিওর ওয়েলকাম অফারের আওতায় যোগ্য ব্যবহারকারীদের জন্য)।
  3. আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং ভয়েস কল।
  4. প্রতিদিন ১০০টি এসএমএস।
  5. ১৭৫ টাকার প্ল্যানের মতোই ১০টি OTT প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন।
  6. ফ্যানকোড স্পোর্টস কন্টেন্ট এবং জিও ক্লাউড স্টোরেজের মতো অতিরিক্ত সুবিধা।
READ MORE:  এখন রিচার্জ করলে ২০২৬ সালের মে অবধি ফ্রি! গ্রাহকদের চিন্তা দূর করল Jio ও Airtel

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.