লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

জুড়িয়ে যাবে চোখ, প্রেমিক-প্রেমিকাদের জন্য লাক্সারি iPhone 16 Pro লঞ্চ করল Caviar | Caviar Launches iPhone 16 Pro Valentines Day Edition

Published on:

সৌন্দর্য্য এবং বিলাসিতায় যাদের ভালোবাসা প্রকাশ পায় তাদের জন্য বিশেষ ভাবে iPhone 16 Pro এর “সিক্রেট লাভ” কালেকশন লঞ্চ করল Caviar। ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস উপলক্ষে এই বিশেষ সিরিজটি এনেছে রাশিয়ান সংস্থাটি। দুবাইয়ে অবস্থিত ক্যাভিয়ার এদিন, সোনা, হীরে, মুক্তো এবং প্রিমিয়াম চামড়া দিয়ে আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্সের এক শৈল্পিক রূপ লঞ্চ করেছে।

READ MORE:  সেলে মাত্র ৬১৯৯ টাকায় দুর্দান্ত Smartphone, ৬ জিবি র‌্যাম সহ রয়েছে ডুয়েল ক্যামেরা

এই ধরনের লাক্সারি আইটেম, কাস্টমাইজেশনের জন্য জনপ্রিয় সংস্থাটি। বিশেষত স্মার্টফোনের উপরই এই ধরনের কারুকার্য করে থাকে তারা। নতুন কালেকশনটি মুক্তো থেকে অনুপ্রাণিত। থিম “বিশুদ্ধ ভালোবাসার” প্রতীক। তিনটি কারুকার্য নকশার বৈশিষ্ট্য রয়েছে এতে। ফ্ল্যাগশিপ বুকেট ডোরে ৯৯৯ সূক্ষ্ম সোনা, প্রাকৃতিক মুক্তো এবং বাছুরের চামড়া দিয়ে তৈরি একটি সোনালী হৃদয় দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য “বসন্তের জাগরণ”।

প্রো মডেলের এই সার্পেন্টিস পার্ল ভ্যারিয়েন্টের দাম ৯৯৯০ ডলার (প্রায় ৮ লাখ ৬৫ হাজার টাকা)। এতে রয়েছে বুলগারির সর্পিল নান্দনিকতা, যা একটি কুণ্ডলীকৃত সাপের হৃদয় গঠনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এটি এলিজাবেথ টেলরের ক্লিওপেট্রার উত্তরাধিকারের প্রতি ইঙ্গিত করে। আর একটি মডেল যার নাম, প্রেমের সমুদ্র – এই ভ্যারিয়েন্টের দাম ১১,৬৩০ ডলার (প্রায় ১০ লাখ টাকা)। আর প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টের দাম ১৩,০০০ ডলার।

READ MORE:  লঞ্চের পর প্রথমবার কেনার সুযোগ iPhone 16e, নো কস্ট ইএমআই সহ রয়েছে লোভনীয় অফার

প্রসঙ্গত, ক্যাভিয়ার সম্প্রতি বিটকয়েন এডিশন আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সও উন্মোচন করেছে। যার দাম শুরু ১১,১৩০ ডলার থেকে (প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা)। এই সীমিত সংস্করণের ফোনগুলি ২৪ ক্যারেট সোনায় মোড়ানো, যাতে রয়েছে বিটকয়েন লোগো এবং ব্লকচেইন-অনুপ্রাণিত নকশার ৩ডি খোদাই বৈশিষ্ট্য।

READ MORE:  Flipkart OMG Sale: আজ শেষ সুযোগ! iPhone 16 সবচেয়ে কম দামে কেনার সুযোগ, দেখুন অফার | IPhone 16 Price Offer
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.