লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

জুড়ে যাচ্ছে ১৫টি ব্যাংক, ৪৩ থেকে কমে ২৮! কেন এই সিদ্ধান্ত নিল RBI?

Published on:

গ্রামের মানুষের আর্থিক উন্নয়নের সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হল আঞ্চলিক গ্রামীণ ব্যাংক (RRB)। কিন্তু এবার সেই ব্যাংকগুলির মধ্যে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এক রাজ্যে একটি মাত্র RRB থাকবে।

আর দেশ জুড়ে সমস্ত RRB গুলিকে একীভূত করা হবে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের ৪৩টি RRB কমে ২৮টিতে নেমে আসবে। অর্থাৎ, একধাক্কায় ১৫টি ব্যাংক মিশে যাবে (RRB Merge) অন্যান্য ব্যাংকের সঙ্গে।

কী কারণে এই সিদ্ধান্ত?

এই ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের পিছনে লক্ষ্য একটাই, তা হল চলমান ব্যয় কমানো এবং অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ানো। সূত্র বলছে, ‘One State-One RRB’ নামের এই প্রকল্পে মোট ৪৩টি RRB-কে ২৮টিতে করবে। ইতিমধ্যেই তিনটি ধাপে এই কাজ শুরু হয়ে গিয়েছে। আর খুব শিগগিরই শুরু হবে চতুর্থ পর্যায়ের কাজ। 

READ MORE:  এক মাসে ২৪ লক্ষ কোটি টাকার লেনদেন! নয়া রেকর্ড ছুঁয়ে ফেললো UPI

কোন রাজ্যগুলির উপর প্রভাব পড়বে?

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের মোট চারটি RRB একীভূত হবে। পাশাপাশি উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্যে তিনটি করে RRB একীভূত হবে এবং বিহার, গুজরাট, জন্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা এবং রাজস্থানে দুটি করে RRB একীভূত হবে। 

RRB-র আর্থিক অবস্থা 

২০২১-২২ অর্থবছর ছিল RRB এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকার সেই সময় উন্নয়নমূলক মূল্যায়ন হিসেবে প্রায় ৫৪৪৫ কোটি টাকা অনুদান দিয়েছিল। ফলে ২০২৩-২৪ অর্থবছরে RRB গুলির পারফরম্যান্স পুরো নজরকারা হয়ে ওঠে।

READ MORE:  Gold And Silver Price Today: ফের রেকর্ড গড়ল সোনার দর, পিছু ছারছে না রুপোও! দেখুন আজকের রেট | Today Gold And Silver Price

তারা সর্বোচ্চ ৭৫৭১ কোটি টাকা লাভ করে। সব থেকে বড় বিষয়, তাদের Capital Adequacy Ratio পৌঁছে যায় ১৪.২%-এ, যা এক কথায় রেকর্ড স্পর্শ। আর এটি ব্যাংকের ক্ষেত্রে স্থায়িত্বের পক্ষে খুবই ইতিবাচক দিক।

এক সময় ১৯৬টি RRB এখন কমে দাঁড়িয়ে ৪৩টিতে

১৯৭৬ সালের RRB আইন অনুযায়ী, এই ব্যাংকগুলি গড়ে উঠেছিল মূলত গ্রামাঞ্চলের কৃষক, কৃষি শ্রমিক এবং কুটির শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য। তবে ২০০৪-০৫ অর্থবছর থেকে সরকার এই ব্যাঙ্কগুলির গঠনগত পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়। আর এর ফলে ২০২০-২১ সালের মধ্যে RRB দাঁড়ায় মাত্র ৪৩টিতে। আর এবার সেই সংখ্যা আরো কমিয়ে ২৮টি করার পরিকল্পনা চলছে।

READ MORE:  Railway ALP Recruitment 2025: রেলে ৯৯৭০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাসে সরকারি চাকরি | Indian Railways Loco Pilot Recruitment
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.