জুড়ে যাচ্ছে ১৫টি ব্যাংক, ৪৩ থেকে কমে ২৮! কেন এই সিদ্ধান্ত নিল RBI?
গ্রামের মানুষের আর্থিক উন্নয়নের সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হল আঞ্চলিক গ্রামীণ ব্যাংক (RRB)। কিন্তু এবার সেই ব্যাংকগুলির মধ্যে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এক রাজ্যে একটি মাত্র RRB থাকবে।
আর দেশ জুড়ে সমস্ত RRB গুলিকে একীভূত করা হবে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের ৪৩টি RRB কমে ২৮টিতে নেমে আসবে। অর্থাৎ, একধাক্কায় ১৫টি ব্যাংক মিশে যাবে (RRB Merge) অন্যান্য ব্যাংকের সঙ্গে।
এই ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের পিছনে লক্ষ্য একটাই, তা হল চলমান ব্যয় কমানো এবং অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ানো। সূত্র বলছে, ‘One State-One RRB’ নামের এই প্রকল্পে মোট ৪৩টি RRB-কে ২৮টিতে করবে। ইতিমধ্যেই তিনটি ধাপে এই কাজ শুরু হয়ে গিয়েছে। আর খুব শিগগিরই শুরু হবে চতুর্থ পর্যায়ের কাজ।
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের মোট চারটি RRB একীভূত হবে। পাশাপাশি উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্যে তিনটি করে RRB একীভূত হবে এবং বিহার, গুজরাট, জন্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা এবং রাজস্থানে দুটি করে RRB একীভূত হবে।
২০২১-২২ অর্থবছর ছিল RRB এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকার সেই সময় উন্নয়নমূলক মূল্যায়ন হিসেবে প্রায় ৫৪৪৫ কোটি টাকা অনুদান দিয়েছিল। ফলে ২০২৩-২৪ অর্থবছরে RRB গুলির পারফরম্যান্স পুরো নজরকারা হয়ে ওঠে।
তারা সর্বোচ্চ ৭৫৭১ কোটি টাকা লাভ করে। সব থেকে বড় বিষয়, তাদের Capital Adequacy Ratio পৌঁছে যায় ১৪.২%-এ, যা এক কথায় রেকর্ড স্পর্শ। আর এটি ব্যাংকের ক্ষেত্রে স্থায়িত্বের পক্ষে খুবই ইতিবাচক দিক।
১৯৭৬ সালের RRB আইন অনুযায়ী, এই ব্যাংকগুলি গড়ে উঠেছিল মূলত গ্রামাঞ্চলের কৃষক, কৃষি শ্রমিক এবং কুটির শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য। তবে ২০০৪-০৫ অর্থবছর থেকে সরকার এই ব্যাঙ্কগুলির গঠনগত পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়। আর এর ফলে ২০২০-২১ সালের মধ্যে RRB দাঁড়ায় মাত্র ৪৩টিতে। আর এবার সেই সংখ্যা আরো কমিয়ে ২৮টি করার পরিকল্পনা চলছে।
সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল JEE Main সেশন ২ এর…
অপ্পো সম্প্রতি ঘোষণা করেছে, তাদের A-সিরিজের নতুন ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন Oppo A5 Pro 5G…
প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৩ এপ্রিল রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে যেমন একদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে, অন্যদিকে চলছে রাজনৈতিক টানাপোড়েন। আর এই…
ভারতের মোবাইল গ্রাহকদের জন্য বড়সড় দুঃসংবাদ আসতে চলেছে। দেশের শীর্ষ টেলিকম সংস্থাগুলি—জিও (Jio), এয়ারটেল (Airtel)…
সহেলি মিত্র, কলকাতা: কথা রাখল পূর্ব রেল। বিগত কয়েকদিন ধরে লোকাল ট্রেনগুলিতে মহিলা কামরার সংখ্যা…
This website uses cookies.