ঝড় তুলবে Asus-এর নতুন ফোন, লঞ্চের আগেই ফাঁস ছবি ও সমস্ত স্পেসিফিকেশন
গেমিং স্মার্টফোন হিসাবে পরিচিত ASUS ROG Phone 9 সিরিজে এই বছর একটি নতুন ‘FE’ মডেল যুক্ত হতে পারে। Samsung-এর এফই (ফ্যান এডিশন) ফোনের মতোই এটিও বাজেট ফ্ল্যাগশিপ মডেল হবে বলে আশা করা হচ্ছে। আসুস এই বিষয়ে এখনও মুখ না খুললেও, ডিভাইসটি ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে। আর এখন ROG Phone 9 FE-এর পুরো স্পেসিফিকেশন এবং ডিজাইন ফাঁস হয়েছে।
ক্যামেরা মডিউল এবং পিছনে ‘আরওজি’ লোগো সহ নতুন ফোনটি আসুসের ফ্ল্যাগশিপ ফোনের মতোই দেখতে। এটি ফ্যান্টম ব্ল্যাক কালারে উপলব্ধ হবে। আবার এতে এয়ার ট্রিগার কন্ট্রোল থাকবে যার লক্ষ্য একটি কনসোলের মতো গেমিং অভিজ্ঞতা দেওয়া। ফোনটির ওজন ২২৮ গ্রাম যা ROG Phone 9-এর থেকে কিছুটা হালকা। ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 রেটিং থাকছে।
আসুস আরওজি ৯ সিরিজের অন্য দুই মডেলের মতো নতুন আরওজি ৯ এফই ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭৮ ইঞ্চি স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই স্মার্টফোন স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটে চলবে। সঙ্গে অ্যাড্রিনো ৭৩০ জিপিইউ ও ১৬ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
আসুস আরওজি ৯ এফই-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে। সামনে মিলবে ৩২ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটি ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহযোগে আসবে যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করবে। যেখানে স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলে ৬৫ ওয়াট ফাস্ট চার্জ সহ ৫,৮০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। আপকামিং ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল ডুয়াল স্টেরিও স্পিকার, হাই-রেস অডিও, ৩.৫ মিমি অডিও জ্যাক, ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.