টাকা ধার না দেওয়ায় ভিক্ষুকদের মারধর যুবকের! জখম ২, তদন্তে ক্যানিং থানার পুলিশ
প্রীতি পোদ্দার, কলকাতা: দিনে দুপুরে কলকাতা সহ একাধিক জেলায় নানা ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে। ধারালো অস্ত্র দিয়ে হতাহতের ঘটনা ঘটেই চলেছে চারিদিকে। আর এই ঘটনায় বাদ যাচ্ছে না দরিদ্ররাও। সম্প্রতি ক্যানিং (Canning) এলাকায় এক ভয়ংকর ঘটনা ঘটে গেল। দরিদ্র ভিক্ষুকের কাছে টাকা ধার না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠে এল এক যুবকের বিরুদ্ধে। জখম হয়েছেন ২ জন। তদন্তে নামল পুলিশ।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার অন্তর্গত, জয়রামখালি এলাকায়। সেখানকার এক বাসিন্দা তাঞ্জিলা লস্কর ও তাঁর ছেলে তাবাজুল লস্কর কলকাতার পার্ক সার্কস এলাকায় ভিক্ষা করে দিন কাটায়। কোনো রকমে দিন চলে তাঁদের। কিন্তু সেদিন ভিক্ষা করে মা ও ছেলে বাড়ি ফেরার সময় ঘটে যায় এক ভয়ংকর ঘটনা। তাঁদের এলাকার এক প্রতিবেশী যুবক কালো মাঝি তাঞ্জিলার কাছে টাকা ধার চায়। কিন্তু তাঁরা সেই টাকা দিতে অস্বীকার করে। তখন সেই প্রতিবেশী যুবক ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে বেধড়ক মারধর করে তাঞ্জিলা লস্করকে।
মাকে মারতে দেখে চুপ করে থাকেনি ছেলে তাবাজুল। সে মারধরের হাত থেকে মাকে বাঁচাতে ঝাপিয়ে পড়ে ওই প্রতিবেশী যুবকের ওপর। কিন্তু তাকেও বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি এমন জটিল পর্যায়ে পৌঁছয় যে ধারালো অস্ত্র দিয়ে রীতিমত মাথায় কোপ মারে ওই প্রতিবেশী যুবক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মা ও ছেলে। সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ওই প্রতিবেশী যুবক। এরপর প্রতিবেশীরা গুরুতর জখম মা ও ছেলে কে উদ্ধার করে। এবং রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে খানিকটা সুস্থ রয়েছে মা ও ছেলে। সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে পুলিশের কাছে অভিযোগ করা হয়। পুলিশ সেই যুবক ধরার জন্য খোঁজ লাগিয়েছে এবং তদন্ত শুরু করেছে। এদিকে আহত তাঞ্জিলা লস্কর জানিয়েছেন, ‘কালো মাঝি টাকা ধার চেয়েছিল। দিইনি বলে আমর ছেলে ও আমাকে বেধড়ক মারধর করে। ছেলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। শীঘ্রই কালো মাঝির শাস্তি চাই।’
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় তো সবাই করতে চায়। তবে অনেকেই নিরাপদ এবং সুরক্ষিত সঞ্চয়ের বিকল্প…
বাজেট কম থাকলেও এবার চিন্তা নেই। কম দামে স্মার্ট টিভি উপভোগ করার সুযোগ দিতে Thomson…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বদলাতে শুরু করেছে…
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
This website uses cookies.