টানা ছয়দিন চলবে কাজ, বাংলায় ফের বাতিল একাধিক ট্রেন! তালিকা দিল দক্ষিণ পূর্ব রেল
প্রীতি পোদ্দার, কলকাতা: রেলের কাজের জন্য প্রায়শই ট্রেন বাতিল থাকছে বিভিন্ন শাখায়। কখনও রেল স্টেশন সম্প্রসারণ তো কখনও আবার সিগন্যালিং এর কাজ। সম্প্রতি শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছিল। হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখাতেও ট্রেন বাতিল করা হয়েছিল। ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। আর এই সমস্যার মাঝে আরও এক সমস্যার মুখোমুখি হতে হল যাত্রীদের। আজ থেকেই ফের বাতিলের মুখে বেশ কয়েকটি ট্রেন।
গতকাল অর্থাৎ সোমবার, রেল মন্ত্রকের তরফে ট্রেন বাতিলের এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে মোট ৬ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। লাইন রক্ষণাবেক্ষণের কাজেই এক গুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যে সকল ট্রেন বাতিলের তালিকায় রয়েছে সেগুলি হল ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ বাতিল থাকবে ২২৮৫৩ শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস। ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল বাতিল থাকবে ২২৮৫৪ বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস।
পাশাপাশি ২১ ফেব্রুয়ারি বাতিল থাকবে ১৮০০৯ সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস। এবং ওই একই দিনে বাতিল থাকবে ১৮০১০ আজমের হয়ে সাঁতরাগাছি ফিরতি ট্রেন আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস। এবং ২৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে ২২৮০৮, এমজিআর চেন্নাই এক্সপ্রেস-সাঁতরাগাছি এক্সপ্রেস। সবমিলিয়ে আগামী ২৩ তারিখ অবধি চলবে এই রক্ষণাবেক্ষণের কাজ।
তবে আশা করা যাচ্ছে আগামী ২৩ তারিখের পর থেকে ফের নির্দিষ্ট সময় মেনেই ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। কারণ বিগত বেশ কয়েক মাস ধরেই লাইনে ট্রেন বাতিলের ঘটনা ঘটে চলেছে। যার জেরে বেশ ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। অনেকবার যাত্রীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এদিকে হাওড়া–খড়গপুর শাখার ট্রেনের চলাচলের জন্য পরিষেবা তলানিতে ঠেকেছে। সময়মতো ট্রেন চলাচল না হওয়ায় এবার SUCI দক্ষিণ–পূর্ব রেলের খড়্গপুরের ডিআরএমের কাছে আগামী ২৭ ফেব্রুয়ারি গণ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
This website uses cookies.