টানা ১৪ দিন লোকাল ট্রেন বাতিল ব্যান্ডেল কাটোয়া লাইনে! কারণ জানাল পূর্ব রেল
সৌভিক মুখার্জী, কলকাতা: নিত্যযাত্রীদের আবারো চরম ভোগান্তির মধ্যে ফেলে দিলে পূর্ব রেল। হ্যাঁ, ব্যান্ডেল-কাটোয়া শাখায় একজোড়া লোকাল ট্রেন ১৪ দিন ধরে বাতিল (Train Cancelled) করে রাখা হচ্ছে বলে খবর। ১৬ই এপ্রিল থেকে শুরু করে ৫ই মে পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন।
রেলের সুত্র মারফত জানা গিয়েছে, দাঁইহাট এবং ধাত্রীগ্রাম স্টেশনের মাঝে ডাউন-মেইন লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণেই বন্ধ থাকবে জোড়া লোকাল ট্রেন। ফলে প্রয়োজনীয় ট্রাফিক ব্লক নিতে বাধ্য হচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
এখনো পর্যন্ত রেলের সূত্র মারফত যা জানা গিয়েছে, ব্যান্ডেল থেকে কাটোয়া ট্রেন নম্বর ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল বাতিল থাকবে এবং কাটোয়া থেকে ব্যান্ডেল ট্রেন নম্বর ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল উল্লিখিত দিনগুলিতে বাতিল থাকবে।
আর এই দুটি ট্রেন প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রীর যাতায়াতের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ট্রেন দুটি বাতিল হওয়ার ফলে বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া এবং অফিস-গামী লোকজনদের ভোগান্তির শেষ থাকবে না, তা বলাবাহুল্য।
পূর্ব রেলের সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার এবং রবিবার বাদে বাকি দিনগুলোতে এই ট্রেন দুটি বন্ধ থাকবে। একনজরে দেখে নিন বাতিলের দিনক্ষণ-
তালিকার দিকে তাকালেই বোঝা যাচ্ছে, একটানা ১৪ দিন এই দুটি গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবা বন্ধ থাকছে। ফলে আগেভাগেই সতর্কতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ হবে।
পূর্ব রেলের সুত্র মারফত জানা গিয়েছে, দিনের বেলায় প্রায় ৩ ঘন্টার জন্য ট্রাফিক ব্লক নেওয়া হবে। নিরাপদ ব্যবস্থাকে আরো সুরক্ষিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই যাত্রীদের অনুরোধ করা হয়েছে প্রতিটি স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের উপর নজর রাখতে, যাতে যাত্রা নিয়ে কোনোরকম সমস্যার মুখোমুখি না হতে হয়। এমনকি পূর্ব রেলের ফেসবুক পেজেও এই সংক্রান্ত একটি বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে তারা দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে।
অপ্পো সম্প্রতি ঘোষণা করেছে, তাদের A-সিরিজের নতুন ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন Oppo A5 Pro 5G…
প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৩ এপ্রিল রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে যেমন একদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে, অন্যদিকে চলছে রাজনৈতিক টানাপোড়েন। আর এই…
ভারতের মোবাইল গ্রাহকদের জন্য বড়সড় দুঃসংবাদ আসতে চলেছে। দেশের শীর্ষ টেলিকম সংস্থাগুলি—জিও (Jio), এয়ারটেল (Airtel)…
সহেলি মিত্র, কলকাতা: কথা রাখল পূর্ব রেল। বিগত কয়েকদিন ধরে লোকাল ট্রেনগুলিতে মহিলা কামরার সংখ্যা…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সরকারি বিভিন্ন পরিষেবা, ব্যাঙ্কের সুযোগ-সুবিধা, টেলিকম সংক্রান্ত বিভিন্ন পরিষেবা এবং শিক্ষাক্ষেত্রে…
This website uses cookies.