ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ইয়েমেনে ভয়াবহ এয়ারস্ট্রাইক! শিশু সহ মৃত অনেক
শ্বেতা মিত্র, কলকাতা: ফের দেশে এয়ারস্ট্রাইক (Airstrike)। হামলায় মৃত্যু হল বহু মানুষের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতি বিদ্রোহীদের সতর্ক করেছিল আগেই। কিন্তু কাজের কাজ না হওয়ায় চরম সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। এতে ইয়েমেনের কমপক্ষে ২১ জন মারা গিয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে বলে খবর।
ইয়েমেনের রাজধানী সানায় শনিবার মার্কিন হামলায় কমপক্ষে ২১ জন নিহত এবং বহু আহত হয়েছেন বলে হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন। বিদ্রোহীরা রবিবার জানিয়েছে, ওয়াশিংটন ইরানকে এই গোষ্ঠীকে সমর্থন বন্ধ করার জন্য সতর্ক করেছে।
গাজা যুদ্ধের সময় ইসরায়েল এবং লোহিত সাগরের জাহাজ চলাচলে হামলা চালানো হুথিরা জানিয়েছে, তীব্র হামলায় নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন যে লোহিত সাগরে জাহাজের উপর হামলার মাধ্যমে হুতি বিদ্রোহীদের ধ্বংস করা হবে। গাজা উপত্যকার অবরোধের কারণে হুথি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলিতে আক্রমণের হুমকি দিয়েছিল। যার পর আমেরিকা এই পদক্ষেপ শুরু করেছে।
এর আগে, হুথিরা বলেছিল যে ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত এবং নয়জন আহত হয়েছে। হুথি পরিচালিত আল মাসিরাহ টিভি জানিয়েছে যে উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে মার্কিন হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু এবং একজন মহিলা রয়েছে।বোমা হামলায় চারটি এলাকা ধ্বংস হয়ে গেছে।
একাধিক রিপোর্টে বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলি ইয়েমেনের কমপক্ষে চারটি এলাকায় বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে, বিশেষ করে রাজধানী সানার উত্তরে একটি আবাসিক এলাকা লক্ষ্য করে।
ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছিলেন, ” আমি মার্কিন সেনাবাহিনীকে ইয়েমেনে হুতি জঙ্গিদের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক এবং শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। তারা আমেরিকান এবং অন্যান্য জাহাজ, বিমান এবং ড্রোনের বিরুদ্ধে জলদস্যুতা, হিংসা এবং সন্ত্রাসবাদের অভিযান পরিচালনা করেছে।” ট্রাম্প বলেন, “মার্কিন জাহাজের উপর হুথিদের আক্রমণ সহ্য করা হবে না। আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা ব্যাপক প্রাণঘাতী শক্তি প্রয়োগ করব। হুথিরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে, বিশ্বব্যাপী বাণিজ্যের একটি বিশাল অংশকে অবরুদ্ধ করে রেখেছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-পরিবহনের স্বাধীনতার মৌলিক নীতির উপর আক্রমণ করেছে, যার উপর আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর করে।”
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন, বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে বরাবরই প্রচুর ভিড় থাকে। অনেক…
This website uses cookies.