লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ডলফিনের সংখ্যায় গোটা ভারতে তৃতীয় স্থান দখল, পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: ফের একবার রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। আর এবারে বাংলার মুকুটে নয়া পালক জুড়তে সাহায্য করেছে ডলফিন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে একটি সমীক্ষায় চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে সামনে। একটি জাতীয় গণনায় দেখা গেছে যে বাংলায় ৮১৫টি নদী ডলফিনের আবাসস্থল রয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বাংলার মুকুটে নয়া পালক

২০২৪ সালে ভারতে নদী ডলফিনের জনসংখ্যা অনুমান করা হয়েছিল যে ভারতের ডলফিনের সংখ্যা ৬,৩২৭, যা আটটি রাজ্য এবং তিনটি নদী বাস্তুতন্ত্র – গঙ্গা, ব্রহ্মপুত্র এবং বিয়াস – জুড়ে বিস্তৃত ছিল। এই গবেষণাটি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত করা হয়েছিল। ৮১৫টি গাঙ্গেয় ডলফিন নিয়ে বাংলা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের গির জাতীয় উদ্যান পরিদর্শনের সময় এই রিপোর্টটি প্রকাশ করেন। এখানে তিনি জাতীয় বন্যপ্রাণী বোর্ডের ৭ম বৈঠকে সভাপতিত্ব করেন।

READ MORE:  মাত্র ১০ টাকার ওষুধে মিটবে অন্তঃসত্ত্বার শারীরিক সমস্যা, কোথায় পাবেন? জানাল স্বাস্থ্য দফতর

বাংলায়, ২৩৬৬ কিমি বিস্তৃত ১২ নদীকে ৬২১ দিনের মধ্যে জুড়ে দেওয়া হয়েছিল সমীক্ষার অংশ হিসাবে, শুধুমাত্র গঙ্গা নদীরই ৫৮৪ কিলোমিটার কভারেজ এলাকা ছিল যার মধ্যে রাজমহল-ফারাকা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ-ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর, ফারাক্কা-বাট্টাংলাড সীমান্তে (ফরাক্কা-বার্ধেশ সীমান্ত)।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জনসংখ্যা অনুমান তালিকার অন্যান্য নদীগুলি হল মহানন্দা (৫১ কিমি), রূপনারায়ণ (৭৯ কিমি), মুণ্ডেশ্বরী (৭ কিমি) বকশি খাল (৬ কিমি), শিলাবতী (৬ কিমি), দ্বারকেশ্বর (৪ কিমি), তোর্সা (৫৫ কিমি), কালজানি (২১ কিমি), চূর্ণী (১০ কিমি), হলদি (১৯ কিমি) এবং সুন্দরবন টাইগার রিজার্ভ (STR) এবং সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ (SBR) এর অধীনে ৮৬টি নদী খাল, যার মোট আয়তন ১৫২৪ কিমি।

READ MORE:  বিশ্বের সবথেকে ঘৃণিত দেশের তালিকায় ১ নম্বরে চিন, কততে ভারত? তালিকা দেখে লজ্জা পাবেন

গঙ্গা নদীতে সর্বাধিক ৫১৯টি ডলফিন পাওয়া গেছে, যার মধ্যে ৪২৯টি ফারাক্কা-ডায়মন্ড হারবার অঞ্চলে, ঠিক আগ্রদ্বীপ থেকে নবদ্বীপ (৪৬ কিমি) এবং জঙ্গিপুর থেকে আজিমগঞ্জ (৫৬ কিমি) এর মধ্যে। রূপনারায়ণেও ১৬৭, মহানন্দা ৬৪, মুণ্ডেশ্বরী ১২, বকশি খালে ২১, শিলাবতী ১৭, তোর্সা ১, কালজানি ৫ এবং চূর্ণী ৭ জন ডলফিনের সুস্থ সংখ্যা রেকর্ড করা হয়েছে। রাজ্য বন বিভাগের এক কর্তা জানান, ‘সুন্দরবনে দুটি গঙ্গা নদীর ডলফিন রেকর্ড করা হয়েছে, যেখানে দারকেশ্বর এবং হলদি নদীতে কোনও ডলফিন পাওয়া যায়নি। তবে, সুন্দরবনে মোট ইরাবতী ডলফিনের অনুমান ১০৮টি, যার মধ্যে ৯৪টি STR-এর অধীনে এবং ১৪টি SBR-এর অধীনে। সার্ভেতে দ্বৈত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। মজার বিষয় হল, জরিপের সময় দেখা যাওয়া তিনটি স্তন্যপায়ী প্রজাতি হল গোল্ডেন জ্যাকাল, প্লেইনস গ্রে ল্যাঙ্গুর এবং ইন্ডিয়ান ফ্লাইং ফক্স। বঙ্গে চিহ্নিত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি ডলফিন সংরক্ষণ এবং স্থানীয় জীবিকা উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজমহল থেকে গঙ্গাসাগর পর্যন্ত এবং রূপনারায়ণ নদীতে ডলফিনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে ঘনীভূত। সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কোচবিহার জেলা। উল্লেখযোগ্যভাবে, রূপনারায়ণ নদী ব্যবস্থার অংশ, বকশি খালে প্রতি কিলোমিটারে ডলফিনের উচ্চ সাক্ষাতের হার (যা ছিল) ৩.৬। ”

READ MORE:  UPSC পরীক্ষায় বাংলার জয়জয়কার, কজন হল উত্তীর্ণ? দেখুন তালিকা

পশ্চিমবঙ্গের প্রধান বন সংরক্ষক বন্যপ্রাণী এবং প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন দেবল রায় জানান, “ডলফিন হল বন্যপ্রাণীর আবাসস্থলের সমন্বিত উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ – এটি একটি কেন্দ্রীয় অর্থায়নে পরিচালিত প্রকল্প যার লক্ষ্য বন্যপ্রাণী এবং এর আবাসস্থল রক্ষা করা। আমরা ডলফিন সংরক্ষণ সম্পর্কিত একটি প্রকল্প জমা দিয়েছি এবং কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছি,” বাংলার বন বাহিনীর প্রধান দেবল রায় বলেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.