ডিজিটাল লেনদেনে রাজত্ব করছে ফোনপে, জানুয়ারিতে ৮.১ বিলিয়ন লেনদেন করে বিশ্ব রেকর্ড

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) নতুন রেকর্ড তৈরি করল ফোনপে কোম্পানি। গত জানুয়ারি মাসে ফোনপে ৮.১ বিলিয়ন লেনদেন সম্পন্ন করেছে, যা UPI লেনদেনে সর্বোচ্চ। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NCPI)-এর প্রকাশিত একটি তথ্য অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে গুগল পে, যা ৬.১৮ বিলিয়ন লেনদেন সম্পন্ন করেছে এবং তৃতীয় স্থানে পেটিএম, যা ১.১৫ বিলিয়ন লেনদেন সম্পন্ন করেছে।

ফোনপের আধিপত্য

ফোনপে বর্তমানে UPI দুনিয়ায় ৪৭.৬৭ শতাংশ শেয়ার দখল করে রেখেছে। অন্যদিকে গুগল পে-র শেয়ার রয়েছে ৩৬.৩৮ শতাংশ এবং পেটিএমের শেয়ার রয়েছে মাত্র ৬.৭৮ শতাংশ। 

READ MORE:  8th Pay Commission: বাড়তি বেতন, DA-র সঙ্গে মিলবে ৫টি পদোন্নতি? সরকারি কর্মীদের জন্য নয়া আপডেট | May Government Employee Got Extra Salary Dearness Allowance And Promotion

হোয়াটসঅ্যাপ পে-র প্রত্যাবর্তন

হোয়াটসঅ্যাপ পে জানুয়ারি মাসের শীর্ষ ১০টি ইউপিআই লেনদেন তালিকায় ফিরে এসেছে। গত বছর নভেম্বরে এটি ১১ তম স্থানে নেমে গিয়েছিল। তবে এবার এটি ৬১ মিলিয়ন লেনদেন সম্পন্ন করেছে, যা গত বছরের জানুয়ারি মাসের ২৬.০৮ মিলিয়নের তুলনায় অনেকটাই বেশি।

২০২৪ সালের ডিসেম্বর মাসে NCPI হোয়াটসঅ্যাপ পে ব্যবহারকারীদের সীমাবদ্ধতা তুলে দেয়। এর আগে হোয়াটসঅ্যাপ পে ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০০ মিলিয়নের মধ্যে। নতুন নিয়মের ফলে এর ব্যবহার আরো জনপ্রিয় হয়ে উঠেছে। 

READ MORE:  এবার কন্যাশ্রী প্রকল্পে যুক্ত হল AI, টাকা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে

UPI লেনদেনের সামগ্রিক বৃদ্ধি

জানুয়ারি মাসের UPI লেনদেন সামগ্রিকভাবে ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা এখন ১৬.৯৯ বিলিয়নে পৌঁছেছে। ডিসেম্বর মাসে এই সংখ্যা ছিল মাত্র ১৬.৭৩ বিলিয়ন। এটি এপ্রিল, ২০১৬ সালে UPI চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংখ্যা।

ভবিষ্যৎ সম্ভাবনা

UPI লেনদেনের এই বৃদ্ধির ধারা প্রমাণ করছে যে, ডিজিটাল লেনদেন ব্যবস্থায় ভারত নতুন পথ দেখাচ্ছে। ফোনপে, গুগল পে, পেটিএম, হোয়াটসঅ্যাপ পে ইত্যাদির প্রতিযোগিতার মাধ্যমে UPI সিস্টেম আরো উন্নত হচ্ছে এবং এর ব্যবহার বাড়ছে।

READ MORE:  চাকরির দরকার নেই, ঘরে বসে এই ব্যবসা করুন! মাসে আয় হবে লক্ষ লক্ষ টাকা

UPI লেনদেনের এই বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে আরো সহজ এবং দ্রুততর করে তুলছে। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে এই ব্যবস্থাকে আরো সুরক্ষিত এবং ব্যবহারযোগ্য করা হবে বলে বিশেষজ্ঞদের মতামত।

Scroll to Top