ডিজিটাল হয়েও বিপদ! QR Code টিকিটে বিপাকে মেট্রো যাত্রীরা
সহেলি মিত্র, কলকাতা: বর্তমানে ডিজিটাল। যুগ চলছে। আর এই ডিজিটাল যুগের প্রভাব সর্বত্র। বাদ যায়নি মেট্রো ব্যবস্থাতেও। আগে যেখানে কিছু বছর আগে অবধি টোকেন ব্যবস্থা ছিল, সেখানে এখন স্টেশনে স্টেশনে কিউআর কোড (QR Code Ticket) ভিত্তিক টিকিট ব্যবস্থা শুরু হয়েছে। তবে এই ব্যবস্থা এনে এখন যেন আরও বিশ বাঁও জলে পড়েছেন মেট্রো কর্তা থেকে শুরু করে মেট্রো যাত্রীরা। বিশেষ করে এই অসুবিধা তৈরী হয়েছে কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো রুটে। আপনিও কি মেট্রো যাত্রী? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
কিউআর কোড স্ক্যান করতে গিয়ে রীতিমতো নাকাল হচ্ছেন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটের যাত্রীরা। এদিকে রেল কর্মকর্তারাও যাত্রীদের প্রতিদিন একই জিনিস বোঝাতে গিয়ে হয়রান হয়ে যাচ্ছে বলে খবর। বিগত বেশ কিছু সময় আগে যেহেতু টোকেন ব্যবস্থার জেরে ব্যাপক ক্ষতি হচ্ছিল কলকাতা মেট্রোর সেজন্য কাগজভিত্তিক QR Code বিশিষ্ট টিকিট চালু করে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু এতে করে সকলের সমস্যা বেড়েছে বৈ কমেনি।
অভিযোগ মেট্রো স্টেশন গুলিতে যে গেট রয়েছে সেখানে এই কিউআর কোড স্ক্যান হতে চাইছে না। এর ফলে যাত্রীরা অনেক সময় ট্রেন ধরতে অক্ষম হচ্ছেন। অভিযোগ, ভিড়ের সময়ে গেট ঠিক মতো না খোলায় যাত্রীদের ব্যাপক হয়রানির মুখে পড়তে হচ্ছে। এর ফলে স্টেশনের প্রবেশপথে মোতায়েন কর্মীর সাহায্য নিয়ে আলাদা করে গেট খুলে যাত্রীদের বেরোতে হচ্ছে।
এদিকে কিউআর ঠিক করে স্ক্যান না হওয়ার জন্য যাত্রীদের ভুলের দিকেই আঙুল তুলছেন। তাঁদের দাবি, ওই টিকিট স্ক্যানারের থেকে কয়েক সেন্টিমিটার দূরে ধরা উচিত, যাতে টিকিটে ছাপানো কোড যন্ত্র ঠিকমতো পড়তে পারে। তবে যাত্রীরা বলছেন, সেটা করেও হচ্ছে না। গেট খুলতেই চাইছে না। ফলে আবার সকলকে অনেকটা ঘুরে অন্য গেটে যেতে হচ্ছে। লম্বা লাইনে লাগতে হচ্ছে।
হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ, এসপ্ল্যানেড থেকে শুরু করে করুণাময়ীতে এই সমস্যার বেশি সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। মেট্রো অধিকারিকদের দাবি, মোবাইল টিকিট এবং UPI ব্যবহার শেখানো নিয়ে তাঁদের এতই ব্যস্ত থাকতে হয় যে কিউআর কোডের টিকিটের ব্যবহার পদ্ধতি যাত্রীদের বোঝানোর সময় মেলে না। ফলে ওই টিকিট ব্যবহারে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। যা বিড়ম্বনা বাড়াচ্ছে কর্মীদের।
সৌভিক মুখার্জী, কলকাতা: নববর্ষ মানেই নতুন স্বপ্ন। কিন্তু এবার নববর্ষের প্রথম দিনেই যেন স্বপ্ন ভেঙে…
সৌভিক মুখার্জী, কলকাতা: দীঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আগামী ৩০শে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাগ্য খুলতে চলেছে দেশের লাখ লাখ বেকার যুবক-যুবতীর! শ্রম মন্ত্রকের সাথে বিরাট…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করায় কোনওরকম ক্ষতি হবে না, বলেই জানিয়েছিল বাংলাদেশ…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য দারুণ সুখবর। এবার রাজ্যের স্টাফ সিলেকশন…
২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর গোটা দেশে চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান…
This website uses cookies.