তরুণীর হাত থেকে ফোন ছিনতাই! এক হাতে ঘুষ পেতেই তরুনীর মোবাইল ফেরত দিল বাঁদর

সোশ্যাল মিডিয়ায় শুধু যে মানুষের ঘটনা ভাইরাল হয় এমনটা কিন্তু একেবারেই নয়, সমানতালে ভাইরাল হয় পশু পাখিদের ভিডিও! আসলে মানুষের কর্মকাণ্ডের মাঝে পশুপাখিদের বিভিন্ন কীর্তিকলাপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বলাই বাহুল্য, মানুষদের ভিডিও তো বটেই পশুপাখিদের ভিডিও কিন্তু বেজায় আনন্দ দেয় মানুষকে। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে বাঁদরের ভিডিও।

আসলে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়েছে বাঁদরের বাঁদরামি। আর স্মার্ট ফোনের দৌলতে সেই সব ছবি, ভিডিও চোখের নিমেষে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আর সেই সব ভিডিও দেখে মজা নেন নেটিজেনরা। ভাইরাল হ‌ওয়া ভিডিওতে দেখা গেছে, রাস্তা দিয়ে মোবাইল ফোন হাতে নিয়ে হাঁটছিলেন তরুণী। আর তখন‌ই সেই তরুণীর হাত থেকে মোবাইল ছিনিয়ে পাশের একটি দোকানের ছাদে উঠে পড়ে একটি বাঁদর।

READ MORE:  Aashram 3: আশ্রম ২-এ এষা গুপ্তা ও ত্রিধা চৌধুরীর সাহসী পারফরমেন্স, দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে

আর সেই ফোন কিছুতেই ফেরৎ দেবে না সে। তবে বাঁদর বলে কী তার বুদ্ধি নেই? ফোন তখন‌ই পাবে যখন সে কিছু জিনিস পাবে। ফোন পাওয়ার জন্য তখন‌ সবাই নিচ থেকে খাবার ছুঁড়তে থাকে, সেই প্যাকেট পাওয়ার জন্য সঙ্গে সঙ্গেই তরুণীর ফোন ফিরিয়ে দিল বাঁদর। সমাজমাধ্যমে দারুণ রকমভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও।

READ MORE:  Mithijhora: 'সব TRP-র খেলা!' বন্ধ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় মেগা? বিস্ফোরক অভিনেত্রী : For Lack Of Target Rating Point Zee Bangla Is Closing This Serial

 

Scroll to Top