দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জানুন আগামীকালের আবহাওয়া!
মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে (Weather Update)। বিশেষ করে দুপুরের তপ্ত রোদে হাঁসফাঁস করতে হচ্ছে মানুষকে। গরমের তীব্রতায় শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। বসন্তের মাঝেও বাংলা উপভোগ করছে গ্রীষ্মের স্বাদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
গতকাল ইদের দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তীব্র গরম অনুভূত হয়েছিল। তবে আজ তাপমাত্রায় সামান্য পরিবর্তন দেখা গিয়েছে। গত সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমাগত পারদ চড়ছিল। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল। তবে এবার আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, যা রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া কেমন থাকবে।
আগামীকাল, অর্থাৎ বুধবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি, উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে প্রচণ্ড গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়-বৃষ্টির ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গে এখনই তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। সেখানকার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যত দিন গড়াচ্ছে, তত বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ বাড়ছে। এসি,…
দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে নিয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 999 টাকায় বুক করতে পারেন প্রাইভেট জেট! অবাক লাগলো? সেটাই স্বাভাবিক!…
সৌভিক মুখার্জী, কলকাতা: গত ২০২৪-এ ভারতের ঐতিহাসিক টি-২০ বিশ্বকাপ জয়ের স্মৃতি আজও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘কাক কখনও কোকিল হয়?’, প্রায়শই এই প্রচলিত প্রবাদে কুচকুচে কালো প্রাণীটির প্রসঙ্গ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্ষা এলেই উত্তরবঙ্গবাসীর মনে একটাই চিন্তা, সেবক হয়ে সিকিম যাওয়ার রাস্তায় ধস…
This website uses cookies.