দক্ষিণবঙ্গে শুরু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কতদিন চলবে দুর্যোগ?
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চলছে। ভরা বসন্তেই বদলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। সৌজন্যে জোড়া ঘূর্ণাবর্ত। আর যার জেরে ব্যাপক রকম ভাবে পরিবর্তিত হয়ে গেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। মঙ্গলবার থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, শিলা বৃষ্টি।
আজকে সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি। উক্ত জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।
এছাড়াও কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জায়গায় ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। তবে একই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বৃষ্টিপাত হলেও তাপমাত্রার পরিবর্তন বিশেষ ঘটবে না।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় এর প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। সেখানেও বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। বিশেষত, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী রবিবার পর্যন্ত। ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
Samsung এই বছরের শুরুতে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ করেছে এবং শোনা যাচ্ছে যে…
This website uses cookies.