দক্ষিণবঙ্গে ৯ জেলায় কালবৈশাখীর সতর্কতা! প্রবল দুর্যোগের আশঙ্কা, কেকেআর ম্যাচ নিয়েও অনিশ্চয়তা বাড়ছে
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন শুক্রবার ও শনিবারের আবহাওয়া নিয়ে। চৈত্র সেলের কেনাকাটার পরিকল্পনা করেছেন? তবে সেটি ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে!
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। প্রতিঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আগামীকাল আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। মেগা উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক স্বয়ং শাহরুখ খান। বলিউড তারকারা থাকবেন জমকালো পারফরম্যান্স নিয়ে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রবল, যা আইপিএলের প্রথম দিনের আয়োজনকে বাধাগ্রস্ত করতে পারে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও শুক্রবার থেকে আবহাওয়ার অবনতি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে মালদহ, দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে।
দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে, ফলে দিনের তাপমাত্রা কমতে পারে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
সতর্কতা: বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কথা মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া ভালো। যারা বাইরে বেরোবেন, তারা ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন এবং ঝড়ো হাওয়ার সময় নিরাপদ স্থানে থাকুন।
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ভারতে উপলব্ধ স্কুটারগুলির মধ্যে বিক্রির নিরিখে ফেব্রুয়ারিতেও শীর্ষস্থান ধরে রাখল বিপুল জনপ্রিয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪শে মার্চ, সোমবার। আজ কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
সুমন পাত্র, কলকাতা: দেশের বাজারে কম দামি স্মার্টফোনের ক্ষেত্রে রিয়েলমি এবং ভিভোর একাধিক ডিভাইস রয়েছে।…
UPI ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! যদি আপনার ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে বেকারত্ব যেন এক প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চাকরির সুযোগ সীমিত…
বর্তমান সময়ের মহিলাদের স্বনির্ভরতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান এমন অনেক মহিলা…
This website uses cookies.