দক্ষিণেশ্বর, কালীঘাটের পর এবার তারাপীঠে স্কাইওয়াক? জানালেন খোদ মমতা
প্রীতি পোদ্দার, কলকাতা: অনেক মাস আগেই রাজ্য সরকারের তরফে পুণ্যার্থীদের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করা হয়েছিল। যানজটের ঝক্কি যাতে কাউকে পোহাতে না হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাই এবার সেই একই ব্যবস্থা করা হল কালীঘাটের ক্ষেত্রেও। অনেকদিন ধরেই সেখানে স্কাইওয়াক নির্মাণের প্রস্তুতি চলছিল। অবশেষে গতকাল, চৈত্র সংক্রান্তির সন্ধেয় বাংলা নববর্ষের ঠিক আগের দিন কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন হকার্স কর্নার ও নতুন রূপে কালীঘাট মন্দিরেরও শুভ উদ্বোধন করেন তিনি। আর এই আবহেই প্রশ্ন উঠছে তবে কি এবার তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) নির্মাণ হবে স্কাইওয়াক।
২০১৮ সালে, দক্ষিণশ্বরে স্কাইওয়াকের উদ্বোধন করতে গিয়ে, কালীঘাট মন্দির চত্বরে স্কাইওয়াক তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে কাজ শুরু হলেও, মাঝে করোনা এবং নির্মাণ কার্যে কয়েকটি বিশেষ কারণে আটকে গিয়েছিল কাজ। অবশেষে নির্মাণকাজ শেষ হয়ে অবশেষে পুণ্যার্থীদের জন্য নতুন এই উদ্যোগ নেওয়া হল। এদিন স্কাইওয়াক ধরে হেঁটে কালীঘাটে মূল মন্দিরে যান মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও, সপরিবারে পুজো দেন সেখানে। সোমবার উদ্বোধনী মঞ্চ থেকেই, সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উঠে এল তারাপীঠে স্কাইওয়াক নির্মাণের প্রসঙ্গ।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ বর্তমানে তারাপীঠ চত্বরের আদল সম্পূর্ণ বদলে গিয়েছে। কেউ যদি ১০ বছর আগে তারাপীঠে হয়ে থাকেন এবং সে যদি এখন আরও একবার যান, তাহলে সেখানে গিয়ে দেখবেন যে নতুন করে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। তারাপীঠে নতুন গেট নির্মাণ থেকে শুরু করে নতুন ভোগঘর তৈরি পাশাপাশি নিকাশি ব্যবস্থারও উন্নতি করা হয়েছে। এককথায় তারাপীঠ মন্দির ঢেলে সাজানো হয়েছে। কিন্তু সেখানে প্রবল ইচ্ছা থাকলেও স্কাইওয়াক নির্মাণ করা যাবে না।’ আসলে মন্দিরে ঢোকার যে গলিটা আছে তা এতটাই সরু যে স্কাইওয়াক তৈরির মতো জায়গা পাওয়া যায়নি বলে আক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই পরিকল্পনা হয়তো তারাপীঠের ক্ষেত্রে খাটবে না।
প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি, কালীঘাট মন্দিরে স্কাইওয়াক উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের সাধারণ সম্পাদক দিলীপ মহারাজ থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রী-সাংসদ-বিধায়কেরাও। তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব বলেন, “আমি নিজেও কালীভক্ত তাই এতে আমি খুব খুশি হয়েছি। তীর্থযাত্রী সহ সকল পর্যটকদের জন্য সুবিধা হবে এতে।” তবে এখনও কয়েকটি জায়গায় কাজ বাকি আছে। এখনও বিল্ডিংয়ে বসতে বাকি আছেন বহু হকার। নতুন বছরের শুরুতেই আজ থেকেই কালীঘাটের এই স্কাইওয়াকে চড়ে পুজো দিতে যেতে পারবে সকল রাজ্যবাসী।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে যদি আপনি এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র।…
This website uses cookies.