লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দরকার নেই AC-র, চাঁদি ফাটা গরমেও ঘর থাকবে ঠান্ডা! ৫০০ টাকা খরচে ছাদে লাগান এই জিনিস

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: তীব্র গরমে আপনার ঘরের ছাদ কি চুল্লীর মত গরম হয়ে যাচ্ছে? AC’ও ঠিকমতো কাজ করছে না? এরকম পরিস্থিতিতে শুধু একটু বুদ্ধি খাটালেই ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল। গরমের দিনে বাড়ির ছাদ সরাসরি সূর্যের তাপে উত্তপ্ত হয়। আর এরপর সেই গরম ধীরে ধীরে ছাদ থেকে ঘরের ভেতরে প্রবেশ করে। ফলে ঘরে থাকা কার্যত দুর্ভিসহ হয়ে পড়ে। তবে মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করলেই ঘর থাকবে একদম ঠান্ডা। কিন্তু কীভাবে? চলুন জেনে নিই।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কীভাবে ছাদ ঠান্ডা রাখা যায়?

বিশেষজ্ঞরা দাবি করছে, ছাদের তাপমাত্রা কমানোর জন্য রিফ্লেক্টিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এটি ছাদের উপর একটি প্রতিফলিত স্তর তৈরি করে, যা সূর্যালোকের বেশিরভাগ অংশটাই শোষণ করে নেয়। ফলে ছাদ অতিরিক্ত গরম হয় না এবং তলার ঘর ঠান্ডা থাকে। আর এর জন্য দরকার বিশেষ এক মিশ্রণ, যার উপকরণগুলিও খুব সহজে বাজার থেকে কিনতে পাওয়া যায়। 

READ MORE:  Honda Shine: একবার ট্যাঙ্ক ফুল করলেই 585 কিমি.! মাইলেজে সেরা Honda-র এই সস্তা বাইক | Honda Shine 100 Mileage

কী কী উপকরণ লাগবে?

দেখুন, আপনার ছাদের আকারের উপর নির্ভর করবে জিনিসের পরিমাণ। তবে সাধারণত একটি ঘরের ছাদের জন্য ৫ কেজি কলিচুন, ১.৫ কেজি হোয়াইট সিমেন্ট, ১.৫ লিটার লিকুইড ফেভিকল এবং ১ কেজি জিঙ্ক অক্সাইড লাগে। আর এই সমস্ত উপকরণ কেনার জন্য মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কীভাবে প্রস্তুত করবেন?

এই মিশ্রণ বানাতে আগেরদিন রাতে চুনটিকে জলে ভিজিয়ে রাখুন। খেয়াল করবেন, যাতে এটি সিলভারের বালতি বা খালি ট্রেতে রাখা যায়। পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ঘন একটি তরল তৈরি করুন। এরপর ছাদে মিশ্রণটি ঢেলে ঝাঁটা দিয়ে ছড়িয়ে দিন। যখন ছাদ শুকিয়ে যাবে, তখন বিকালের দিকে হালকা জল ছিটিয়ে দিন, যাতে মিশ্রণটি আরো শক্তভাবে ছাদের সঙ্গে বসে যায়।

READ MORE:  Weather Update: দোলের আগেই ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা! কোথায় কোথায় বৃষ্টি? আগামীকালের আবহাওয়া | Temperature Dips Slightly In South Bengal

কী কী উপকার পাবেন?

একবার যদি এই পদ্ধতি অবলম্বন করেন, তাহলে ছাদ কম গরম শোষণ করবে। ফলে ঘর থাকবে ঠান্ডা। এর জন্য এসির উপরেও নির্ভর করতে হবে না এবং বিদ্যুতের খরচ কমবে। সবথেকে বড় ব্যাপার, এতে ছাদের কোন ক্ষতি হয় না। বরং ছাদ হয়ে ওঠে আরও টেঁকসই। আর এই মিশ্রণ একবার লাগালেই কয়েক মাস কার্যকর থাকে। তাই মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করে সহজ পদ্ধতি একবার প্রয়োগ করলেই এই দুর্বিষহ গরমে আপনার ঘর থাকবে এসির মত ঠান্ডা।

READ MORE:  Weather Update: শুক্রেও কালবৈশাখী থেকে ভারী বৃষ্টি, ৫ জেলায় চরম দুর্যোগ! আগামীকালের আবহাওয়া | Kalbaishakhi Rain Forecast In South Bengal
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.