দরকার নেই AC-র, চাঁদি ফাটা গরমেও ঘর থাকবে ঠান্ডা! ৫০০ টাকা খরচে ছাদে লাগান এই জিনিস
সৌভিক মুখার্জী, কলকাতা: তীব্র গরমে আপনার ঘরের ছাদ কি চুল্লীর মত গরম হয়ে যাচ্ছে? AC’ও ঠিকমতো কাজ করছে না? এরকম পরিস্থিতিতে শুধু একটু বুদ্ধি খাটালেই ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল। গরমের দিনে বাড়ির ছাদ সরাসরি সূর্যের তাপে উত্তপ্ত হয়। আর এরপর সেই গরম ধীরে ধীরে ছাদ থেকে ঘরের ভেতরে প্রবেশ করে। ফলে ঘরে থাকা কার্যত দুর্ভিসহ হয়ে পড়ে। তবে মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করলেই ঘর থাকবে একদম ঠান্ডা। কিন্তু কীভাবে? চলুন জেনে নিই।
বিশেষজ্ঞরা দাবি করছে, ছাদের তাপমাত্রা কমানোর জন্য রিফ্লেক্টিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এটি ছাদের উপর একটি প্রতিফলিত স্তর তৈরি করে, যা সূর্যালোকের বেশিরভাগ অংশটাই শোষণ করে নেয়। ফলে ছাদ অতিরিক্ত গরম হয় না এবং তলার ঘর ঠান্ডা থাকে। আর এর জন্য দরকার বিশেষ এক মিশ্রণ, যার উপকরণগুলিও খুব সহজে বাজার থেকে কিনতে পাওয়া যায়।
দেখুন, আপনার ছাদের আকারের উপর নির্ভর করবে জিনিসের পরিমাণ। তবে সাধারণত একটি ঘরের ছাদের জন্য ৫ কেজি কলিচুন, ১.৫ কেজি হোয়াইট সিমেন্ট, ১.৫ লিটার লিকুইড ফেভিকল এবং ১ কেজি জিঙ্ক অক্সাইড লাগে। আর এই সমস্ত উপকরণ কেনার জন্য মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ হবে।
এই মিশ্রণ বানাতে আগেরদিন রাতে চুনটিকে জলে ভিজিয়ে রাখুন। খেয়াল করবেন, যাতে এটি সিলভারের বালতি বা খালি ট্রেতে রাখা যায়। পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ঘন একটি তরল তৈরি করুন। এরপর ছাদে মিশ্রণটি ঢেলে ঝাঁটা দিয়ে ছড়িয়ে দিন। যখন ছাদ শুকিয়ে যাবে, তখন বিকালের দিকে হালকা জল ছিটিয়ে দিন, যাতে মিশ্রণটি আরো শক্তভাবে ছাদের সঙ্গে বসে যায়।
একবার যদি এই পদ্ধতি অবলম্বন করেন, তাহলে ছাদ কম গরম শোষণ করবে। ফলে ঘর থাকবে ঠান্ডা। এর জন্য এসির উপরেও নির্ভর করতে হবে না এবং বিদ্যুতের খরচ কমবে। সবথেকে বড় ব্যাপার, এতে ছাদের কোন ক্ষতি হয় না। বরং ছাদ হয়ে ওঠে আরও টেঁকসই। আর এই মিশ্রণ একবার লাগালেই কয়েক মাস কার্যকর থাকে। তাই মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করে সহজ পদ্ধতি একবার প্রয়োগ করলেই এই দুর্বিষহ গরমে আপনার ঘর থাকবে এসির মত ঠান্ডা।
প্রীতি পোদ্দার, কলকাতা: গত এক বছর ধরে ২৬ হাজার শিক্ষকের চাকরি (SSC) বাতিলকে ঘিরে সুপ্রিম…
সৌভিক মুখার্জী, কলকাতা: জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর, বিশেষ করে যারা ক্রিকেটপ্রেমী। কারণ বর্তমানে আইপিএলের…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু জল্পনার নিষ্পত্তি। ওপার বাংলার তরফে একাধিক অভিযোগ, চিন সফরে গিয়ে ভারত…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভাগ্য কার কখন বদলে যায় তা ভগবানও বলতে পারেনা! কখনো সাধারন কিছু…
itel King Signal ফিচার ফোন ভারতে লঞ্চ হল। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ভালো নেটওয়ার্ক কভারেজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গতবছর নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল এবার সেই…
This website uses cookies.