দার্জিলিং, সিকিম যাওয়া আরও সহজ! শিয়ালদা থেকে উত্তরবঙ্গের নতুন ট্রেন! দেখুন সময়সূচী
শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে হয়ে গেল সেই ঘোষণা যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা উত্তরবঙ্গ যাবেন বলে প্ল্যান করছিলেন অথচ ট্রেনের টিকিট পাচ্ছিলেন না তাঁদের জন্য রয়েছে এক দুর্দান্ত সুখবর। আসলে এবার উত্তরবঙ্গ যাওয়া জলভাতের সমান হয়ে যাবে। এর কারণ রেলের তরফে নতুন ট্রেনের ঘোষণা করা হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই নতুন ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে রাতে ছাড়বে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
সারাবছরই উত্তরবঙ্গগামী ট্রেনের চাহিদা তুঙ্গে থাকায় ট্রেনের টিকিট পাওয়া যায় না। তবে আর চিন্তা নেই, কারণ এবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন ট্রেন চালানোর পরিকল্পনা হচ্ছে। বর্তমান সময়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে বেশ কিছু ট্রেন শিয়ালদা কিংবা হাওড়া, কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তালিকায় রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক, কাঞ্চনকন্যা, সরাইঘাট, বন্দে ভারত ও আরও অনেক। তবে এবার শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে।
নিশ্চয়ই ভাবছেন এই ট্রেনের টাইমটেবিল কী হবে? জানা গিয়েছে, এই ট্রেনটি কিন্তু আবার প্রতিদিন ছাড়বে না। অর্থাৎ এটি হবে সাপ্তাহিক। এই নয়া ট্রেনটি সাপ্তাহিক হবে। শিয়ালদা থেকে রাতে ছাড়বে এই ট্রেন। দুপুর নাগাদ সেটি গিয়ে পৌঁছবে জলপাইগুড়ি রোড স্টেশনে। এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে শুক্রবার রাতে। ফিরতি পথে সেটি জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে শনিবার রাতে।
কটা নাগাদ ট্রেনটি কোন স্টেশন থেকে ছাড়বে বলে ভাবছেন? তাহলে এ বিষয়ে জানিয়ে রাখি, এক রিপোর্ট অনুসারে, শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড স্টেশনের উদ্দেশে এই ট্রেনটি রওনা দেবে শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে। সেই ট্রেনটি শনিবার সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। আর তারপর সেটি জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে দুপুর ১২টা ১৫ মিনিটে।
রেল বোর্ডের নির্ধারিত সময় অনুযায়ী, রাত ৮টার সময় এই সাপ্তাহিক ট্রেনটি শিয়ালদার উদ্দেশে যাত্রা শুরু করবে। এরপর রবিবার সকাল ৮টা নাগাদ এটি শিয়ালদায় এসে পৌঁছবে। অর্থাৎ, ‘আপ’ রুটে যেতে ট্রেনটির সময় লাগবে প্রায় ১২ ঘণ্টা ৩৫ মিনিট। ফিরতি ‘ডাউন’ রুটে সেই সময় লাগবে ১২ ঘণ্টা। যদিও ট্রেনটিতে কী কী ধরণের কোচ থাকবে বা ভাড়াই বা কত হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.