দুটি সিম ব্যবহারকারীদের জন্য BSNL-এর বিশেষ অফার, এই অফার আর কেউ দিতে পারবে না
বর্তমানে ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরো জোরালো হচ্ছে। প্রতিটি টেলিকম সংস্থা নিজেদের গ্রাহকদের ধরে রাখতে নতুন নতুন অফার নিয়ে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। যারা একসঙ্গে দুটি সিম ব্যবহার করেন তাদের জন্য BSNL বিশেষ কিছু প্ল্যান চালু করেছে, যা বাজারে থাকা অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে সম্পূর্ণ আলাদা।
BSNL এবার দুটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে, যা বিশেষভাবে বাজেট-সচেতন গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং যারা মূলত দুটি সিম ব্যবহার করেন।
এই প্ল্যানে BSNL যে সুবিধাগুলি প্রদান করছে সেগুলি হল-
BSNL এই প্ল্যানের মাধ্যমে যে সুবিধাগুলি প্রদান করছে সেগুলি হল-
এই প্ল্যানগুলো মূলত তাদের জন্য, যারা দীর্ঘমেয়াদি কলিং সুবিধা চান কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় করতে চান না।
বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে BSNL ইতিমধ্যেই 4G পরিষেবা চালু করেছে এবং খুব দ্রুতই 5G নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা গ্রহণ করছে। বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় BSNL একটু পিছিয়ে থাকলেও এই নতুন অফার এবং পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে তারা আবারও বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চেষ্টা করছে।
BSNL এর এই নতুন প্ল্যান বাজারে প্রতিযোগিতা আরো জোরালো করবে। বিশেষ করে যারা সাশ্রয়ী দামে ভালো পরিষেবা চান। তবে কোন রকম প্ল্যান নেওয়ার আগে আপনার প্রয়োজন বুঝে এবং টেলিকম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিন। BSNL এর এই পদক্ষেপ গ্রাহকদের জন্য কতটা জনপ্রিয় হবে সেটাই এখন দেখার।
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
ভোডাফোন আইডিয়া ৫জি (Vi 5G) ব্যবহারকারীদের জন্য খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হল…
This website uses cookies.