লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দুবাইয়ের থেকেও ভারতে সস্তা iPhone 16e, কোন দেশে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে দেখে নিন

Published on:

Apple গতকাল রাতে সাশ্রয়ী মূল্যের আইফোন হিসাবে ভারত সহ গ্লোবাল মার্কেটে iPhone 16e লঞ্চ করেছে। এটি ১৬ সিরিজের লেটেস্ট মডেলে। এর আগে এই সিরিজের অধীনে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেল এসেছে। নতুন iPhone 16e ফোনটিকে আইফোন এসই মডেলের পরিবর্তে লঞ্চ করা হয়েছে। এতে অ্যাকশন বাটনের সঙ্গে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারও সাপোর্ট করবে।

মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুসারে, এই ফোনটি অন্যান্য iPhone 16 সিরিজের মডেলের তুলনায় সস্তা হলেও, এর দাম দেশ ভিত্তিতে আলাদা আলাদা। ভারতে এর প্রারম্ভিক মূল্য ৫৯,৯০০ টাকা। আসুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং হংকং সহ অন্যান্য দেশে এটি কত দামে লঞ্চ হয়েছে জেনে নেওয়া যাক।

READ MORE:  Google Pixel 9a লঞ্চ হচ্ছে মার্চে! ফাঁস হল তারিখ, জেনে নিন এই ফোনের দাম, ফিচার্স

ভারতে iPhone 16e ফোনের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম

তিনটি ভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে নতুন আইফোন ১৬ই ভারতে লঞ্চ হয়েছে। ভারতে এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯০০ টাকা, ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯০০ টাকা। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এর প্রি-বুকিং শুরু হবে এবং সেল শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে।

বিভিন্ন দেশে iPhone 16e এর দাম

ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই, হংকং, ভিয়েতনাম এবং কানাডায় আইফোন ১৬ই এর প্রারম্ভিক মূল্যে পার্থক্য আছে। তার আগে বলি, আপনি যে রাজ্য থেকে অর্ডার করছেন তার উপর নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ৬-১০% কর যুক্ত হবে। দুবাইয়েও ৫ শতাংশ ভ্যাট রয়েছে। উপরন্তু, আপনি যদি ভারতে ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করেন তবে ৫% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

READ MORE:  চোখের পলক ফেলার আগে চার্জ হয়ে যাবে এই তিন ফোন, দাম ও ফিচার দেখুন

– ভারতে আইফোন ১৬ই এর প্রারম্ভিক মূল্য ৫৯,৯০০ টাকা।

– মার্কিন যুক্তরাষ্ট্রে প্রারম্ভিক মূল্য ৫৯৯ মার্কিন ডলার (যা প্রায় ৫২,০০০ টাকা)

– দুবাইতে প্রারম্ভিক মূল্য ২৫৯৯ দিরহাম (প্রায় ৬১,৪০০ টাকা)

– কানাডায় প্রারম্ভিক মূল্য ৮৯৯ কানাডিয়ান ডলার (প্রায় ৫৪,৯০০ টাকা)

– ভিয়েতনামে প্রারম্ভিক মূল্য ১৬,৯৯৯,০০০ ভিয়েতনামি ডং (প্রায় ৫৮,০০০ টাকা)

READ MORE:  ইউনিক ক্যামেরা ডিজাইন সহ আসছে আইফোন ১৭ ও আইফোন ১৭ প্রো, ফাঁস হল প্রথম ছবি

– হংকংয়ে প্রারম্ভিক মূল্য ৫০৯৯ হংকং ডলার (প্রায় ৫৭,০০০ টাকা)।

সবচেয়ে সস্তা আইফোন ১৬ই কোন দেশে

দামে খুব বেশি পার্থক্য না থাকলেও আইফোন ১৬ই কেনার ক্ষেত্রে সবচেয়ে লাভজনক দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও কর অন্তর্ভুক্ত হলে (যা রাজ্য অনুসারে পরিবর্তিত হয়), ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে এর দামের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.