দুর্ধর্ষ ক্যামেরা ও চমৎকার ফিচার সহ Vivo X200 Pro Mini-র এন্ট্রি হচ্ছে ভারতে

শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে Vivo X200 Pro Mini। টিপস্টার যোগেশ ব্রারকে উদ্ধৃত করে স্মার্টপ্রিক্স জানিয়েছে যে ফোনটি আগামী কয়েক মাসের মধ্যে ভারতে আসবে। উল্লেখ্য, ভিভো গত ডিসেম্বরে ভারতে Vivo X200 সিরিজ লঞ্চ করেছিল, তবে সেই সময়ে X200 এবং X200 Pro মডেল দুটি এদেশে পা রেখেছিল। এখন আবার এই সিরিজে মিনি মডেল যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে ব্র্যান্ডটি। রিপোর্টে বলা হয়েছে, “মিনি” মডেলটিও সিরিজের অন্যান্য মডেলের মতো মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপ সহ আসবে এবং এতে ৬.৩১ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। হ্যান্ডসেটটি ৫৭০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে যা ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  সার্টিফিকেশন সাইট Motorola Razr 60 Ultra-র ব্যাটারি ও চার্জিং স্পিড ফাঁস করল

ভারতে Vivo X200 Pro Mini কবে লঞ্চ হবে

রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স২০০ প্রো মিনি বছরের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে ভারতে লঞ্চ হবে। এই দাবি সত্যি হলে এপ্রিল থেকে জুনের মধ্যে দেশে লঞ্চ হতে পারে স্মার্টফোনটি। এটি চীনের বাইরে আত্মপ্রকাশ করা সিরিজের তৃতীয় হ্যান্ডসেট হবে। উল্লেখ্য, ভিভো ২০২৪ সালের অক্টোবরে চীনে Vivo X200 সিরিজ লঞ্চ করেছিল।

Vivo X200 Pro Mini এর বেসিক স্পেসিফিকেশন

চীনে লঞ্চ হওয়া ভিভো এক্স২০০ প্রো মিনি মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৩১ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে। এতে পাওয়া যাবে ৩ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপ, ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলে। তবে বিশ্ব বাজারে এটি ফানটাচওএস ১৫ এর সাথে আসবে।

READ MORE:  Vivo V50: ভ্যালেন্টাইন্স ডে'র পরেই দেশে আসছে Vivo V50 স্মার্টফোন, 50MP সেলফি ক্যামেরা সহ ভরপুর চমক | Vivo V50 India Launch Date

ফটোগ্রাফির জন্য ভিভো এক্স২০০ প্রো মিনিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ইউএসবি টাইপ-সি পোর্টের সাথে আসা ডিভাইসটি ৯০ ওয়াট ফাস্ট এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এতে আছে ৫৭০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Vivo Y300i Launched: ২০ হাজার টাকার কমে মারকাটারি ফিচার সহ লঞ্চ হল Vivo Y300i, রয়েছে ২৪ জিবি পর্যন্ত র‌্যাম | Vivo Y300i Price

Scroll to Top