দুর্ধর্ষ, ক্যামেরা নিয়ে বাজার কাঁপাতে আসছে Oppo Find X8 Ultra, অবশেষে ছবি প্রকাশ্যে
বর্তমানে Oppo Find X8 Ultra নিয়ে উত্তেজনা তুঙ্গে। ওপ্পোর এই বহুল প্রত্যাশিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ১০ এপ্রিল চীনে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই নানা সূত্র মারফত ফোনটির যে সমস্ত ফিচার্স প্রকাশ পেয়েছে, তা শোরগোল ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। তবে নতুন মডেলটি দেখতে কেমন হবে সেটা এতদিন অজানা ছিল। কিন্তু এখন অপেক্ষার অবসান ঘটিয়ে Oppo Find X8 Ultra-র ডিজাইন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। মোট তিনটি রঙে উপলব্ধ হবে এই হ্যান্ডসেট।
ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা তিনটি রঙের বিকল্পে লঞ্চ হবে – স্টারি ব্ল্যাক, মুনলাইট হোয়াইট, এবং মর্নিং লাইট। ফোনটির ডিজাইন ফাইন্ড এক্স৮ প্রো-এর অনুরূপ। আরও উন্নত ক্যামেরা থাকলেও ক্যামেরা বাম্পের আকার অপরিবর্তিত রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল এলার্ট স্লাইডারের পরিবর্তে বামদিকে নতুন ‘ম্যাজিক কিউব’ হার্ডওয়্যারের বাটনের সংযুক্তি। ফোনটিতে সম্পূর্ণ ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে।
ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮২ ইঞ্চির কিউএইচডি+ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে অফার করবে বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে যে, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকতে পারে। ১৬ জিবি পর্যন্ত র্যামে এবং সর্বাধিক ১ টিবি স্টোরেজ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৬,১০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রার বিশেষত্ব হল ক্যামেরা। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবালাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ সেন্সর, ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেনএন৬ আল্ট্রা-ওয়াইড লেন্স, ৩x জুম সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৭০০ পেরিস্কোপ টেলিফটো লেন্স,ও ৬x জুম সহ আরও একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।
সেলফি ও ভিডিয়ো কলের জন্য সামনের দিকে, ৩২ মেগাপিক্সেলের একটাই ক্যামেরা রয়েছে। এছাড়া, ফোনটিতে আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স ও স্যাটেলাইট কানেক্টিভিটি বৈশিষ্ট্য থাকার সম্ভাবনা আছে। একইসাথে এতে সিকিউরিটির জন্য আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যেতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্যবৃদ্ধির পর নবরাত্রির পঞ্চম দিনে অবশেষে সোনার দামে কিছুটা পতন দেখা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রইল এক দারুণ সুখবর। এবার শহরের…
ভারতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে প্যান কার্ডের ভূমিকা অপরিসীম। বড় মাপের আর্থিক লেনদেন…
সৌভিক মুখার্জী, কলকাতা: যাত্রীদের সুবিধা এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যবস্থাকে আরো উন্নত করতে কলকাতা বিমানবন্দর…
সৌভিক মুখার্জী, কলকাতা: এখন যদি কাউকে ভারতের সবথেকে ধনী রাজ্য (Richest State In India) নিয়ে…
মোটোরোলা আজ অর্থাৎ ২ এপ্রিল মোটো ৬০ ফিউশন লঞ্চ করেছে। নতুন স্মার্টফোনটি ভারতীয় বাজারে প্রবেশের…
This website uses cookies.