দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া ১০টি স্কুটার, চার নম্বরে কে জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে | Top 10 Best Selling Scooters in February
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ভারতে উপলব্ধ স্কুটারগুলির মধ্যে বিক্রির নিরিখে ফেব্রুয়ারিতেও শীর্ষস্থান ধরে রাখল বিপুল জনপ্রিয় হোন্ডা অ্যাক্টিভা। গত মাসে এই স্কুটারের ১,৭৪,০০৯টি ইউনিট বিক্রি হয়েছে ভারতের বাজারে। যা মোট বিক্রির ৩৭.৯৫%। তবে এক বছর আগের তুলনায় চাহিদা ১৩.০৫ শতাংশ কমেছে। গত মাসে ভারতে মোট ৪,৫৮,৫৭৬ ইউনিট স্কুটার বিক্রি হয়েছে। যেখানে ২০২৪ সালে একই সময়ে বিক্রি হয়েছিল ৪,৫০,৭৩৯টি স্কুটার।
দ্বিতীয় স্থানে রয়েছে টিভিএস জুপিটার। এই বছর ফেব্রুয়ারিতে এই স্কুটারের ১,০৩,৫৭৬ ইউনিট বিক্রি করতে পেরেছে টিভিএস মোটর কোম্পানি। গত বছর একই সময়ে টিভিএস মাত্র ৭৩,৮৬০ ইউনিট বিক্রি করতে পেরেছিল, যা বার্ষিক ৪০.২৩ শতাংশের অভূতপূর্ব বৃদ্ধির সাক্ষী রেখেছে। গত মাসে ৫৯,০৩৯টি মডেল বিক্রির মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সুজুকি অ্যাক্সেস।
অ্যাক্সেসের বিক্রি মাসিক ৮.১৬ শতাংশ এবং বার্ষিক ৪.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং স্কুটারের মার্কেটে ১২.৮৭ শতাংশ অংশীদারিত্ব অর্জন করতে পেরেছে। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে টিভিএস আইকিউব এবং বাজাজ চেতক। দুটোই ইলেকট্রিক স্কুটার। বিক্রির তালিকায় প্রথম পাঁচে পেট্রল চালিত স্কুটারের পাশাপাশি ব্যাটারি চালিত স্কুটারও জায়গা করে নিয়েছে।
বিক্রির নিরিখে ষষ্ঠ স্থানে টিভিএসে আরও একটি মডেল, এনটর্ক। ফেব্রুয়ারিতে ২০,৯৯২ ইউনিট বিক্রি হয়েছে। তবে, প্রায় ২১,০০০ ইউনিট সেল হওয়া সত্ত্বেও, বার্ষিক এবং মাসিক বিক্রিতে এর উল্লেখযোগ্য পতন ঘটেছে। গত মাসে ১৬,০২৮ ইউনিট বিক্রি করে তালিকায় সপ্তম স্থানে রয়েছে হোন্ডার স্পোর্টি স্কুটার হিসাবে পরিচিত ডিও।
অষ্টম, নবম এবং দশম স্থান দখল করেছে যথাক্রমে হিরো ডেস্টিনি ১২৫, ইয়ামাহা রেজেডআর এবং হিরো প্লেজার। তিনটি স্কুটারেরই বিক্রির সংখ্যা ১০,০০০ ইউনিটের বেশি ছিল। ডেস্টিনির বিক্রি বার্ষিক কমলেও, গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় রেজেডআর এবং প্লেজারের বিক্রি যথাক্রমে ২৭.১৭ শতাংশ ও ৪১.৩২ শতাংশ বেড়েছে।
এখানে আমরা ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হওয়া ডিভাইসগুলি সম্পর্কে বলবো। এই…
Samsung Galaxy M16 5G ফোনটি ১২ হাজার টাকার কমে বাড়ি নিয়ে যাওয়া যাবে। সুমন পাত্র,…
মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি আগামী ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই দিন দুপুর ১২…
জিও ইলেকট্রিক সাইকেল ই-ভেহিকল জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে! যারা কম দামে অসাধারণ রেঞ্জ ও…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৬শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য কী নিয়ে…
boAt Storm Infinity এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০…
This website uses cookies.